CŞ রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ >>\○ (২) সহকারী সীমা নিৰ্দ্ধারণ কর্মকর্তা সীমা নিৰ্দ্ধারণ কর্মকর্তাকে তাহার কার্য সম্পাদনে সহায়তা করিবেন এবং সীমা নিৰ্দ্ধারণ কর্মকর্তার নিয়ন্ত্রণাধীনে সীমা নিৰ্দ্ধারণ কর্মকর্তার কার্যাবলীও সম্পাদন করিতে পারিবেন। ২২। (১) ওয়ার্ডসমূহের সীমা নিৰ্দ্ধারণের ক্ষেত্রে এলাকার অখণ্ডতা এবং যতদূর সম্ভব, জনসংখ্যা বিন্যাসের প্রতি লক্ষ্য রাখিতে হইবে। (২) সীমা নিৰ্দ্ধারণ কর্মকর্তা ওয়ার্ডসমূহের সীমা নিৰ্দ্ধারণকল্পে প্রয়োজনীয় তদন্ত অনুষ্ঠান করিতে এবং সকল সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করিতে এবং এতদসংক্রান্ত বিষয়ে প্রাপ্ত যাবতীয় অভিযোগ বিবেচনা করিতে পারিবেন; এবং নগরীর কোন এলাকা কোন ওয়ার্ডের অন্তর্ভুক্ত হইবে তাহা উল্লেখ করিয়া বিধি অনুযায়ী তিনি একটি প্রাথমিক তালিকা প্রকাশ করিবেন এবং তৎসহ নিৰ্দ্ধারিত সময়ের মধ্যে তৎসম্পর্কে আপত্তি ও পরামর্শ দাখিল করিবার আহবান জানাইয়া একটি নোটিশও প্রকাশ করিবেন। o (৩) উপ-ধারা (২) এর অধীনে প্রাপ্ত কোন আপত্তি বা পরামর্শ বিধি অনুযায়ী নিস্পত্তি করা হইবে। o (৪) সীমা নিৰ্দ্ধারণ কর্মকর্তা, তৎকর্তৃক গৃহীত আপত্তি বা পরামর্শের ভিত্তিতে বা কোন ক্রটি বা বিচ্যুতি দূরীকরণের প্রয়োজনে উপ-ধারা (২) এর অধীনে প্রকাশিত প্রাথমিক তালিকায় প্রয়ােজনীয় সংশোধন বা পরিবর্তন করিতে পারিবেন। ost (৫) উপ-ধারা (৪) এর অধীনে কৃত সংশোধন বা পরিবর্তনের পর সীমা নিৰ্দ্ধারণ কর্মকর্তা প্রত্যেক ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকাসমূহ উল্লেখ করিয়া বিধি অনুযায়ী ওয়ার্ডসমূহের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করিবেন। ২২ক। সংরক্ষিত আসনের কমিশনার নির্বাচনের উদ্দেশ্যে, সীমা নিৰ্দ্ধারণ _命 سموم কর্মকতা & (ক) ধারা ২০ এর অধীনে নগরীকে প্রয়োজনীয় সংখ্যক ওয়ার্ডে বিভক্তিকরণের সাথে সাথে, ঐ সকল ওয়ার্ডকে এইরূপ সমন্বিত-ওয়ার্ড པའོ།། রূপে চিহ্নিত করিবেন, যেন এইরূপ সমন্বিত-ওয়ার্ড সংখ্যা সংরক্ষিত Q আসন সংখ্যার সমান হয়; এবং o So Go সমন্বিত-ওয়ার্ডের সীমা নিৰ্দ্ধারণের ক্ষেত্রে ধারা ২২ এ বর্ণিত পদ্ধতি যত দূর সম্ভব অনুসরণ করবেন।] Q sò ২৩। (১) প্রত্যেক ওয়ার্ডের জন্য নির্বাচিত কমিশন কর্তৃক প্রণীত একটি ভোটার তালিকা থাকিবে । S সন্নিবেশিত। সংরক্ষিত আসনের ওয়ার্ড সীমা নিৰ্দ্ধারণ ভোটার তালিকা ধারা ২২ক রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ৪ নং আইন) এর ৫ ধারাবলে
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।