রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ Տ Ջ Գ (২) প্রত্যেক জোনে একটি করিয়া জোনাল অফিস থাকিবে এবং ইহা কর্পোরেশন কর্তৃক প্রদত্ত কার্যাবলী মেয়রের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে বিধি অনুযায়ী সম্পাদন করিবে ।] ৩০। কর্পোরেশনের সকল কার্য বিধি দ্বারা নিৰ্দ্ধারিত সীমার মধ্যে ও পদ্ধতিতে কার্য নিম্পন্নকরণ - উহার বা উহার স্থায়ী কমিটিসমূহের সভায় অথবা উহার মেয়র, পঞ্চ * *] প্রধান o নির্বাহী কর্মকর্তা বা অন্যান্য কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক নিষ্পন্ন করা হইবে। ് ৩১। (১) কর্পোরেশন প্রতিমাসে অনু্যন একবার সভায় মিলিত হইবে। সভা o (২) মেয়র অথবা তাহার অনুপস্থিতিতে ধারা ১৯ এর বিধান অনুযায়ী o ক্ষমতাপ্রাপ্ত কমিশনার প্রয়োজন মনে করিলে যে কোন সময় কর্পোরেশনের সভা <o আহবান করিতে পারিবেন, তবে কমিশনারদের মোট সদস্য-সংখ্যার দুই & छुडग्नाशुभत्र निशिर्ड जैत्रीय ओ७ इंझेन डॉन कॉनर्भत जड आज्ञेनरे করিতে বাধ্য থাকিবেন। o o (৩) কমিশনারগণের মোট সংখ্যার অনুন এক-তৃতীয়াংশ সৰ্বক্ষণ উপস্থিত না থাকিলে কর্পোরেশনের কোন সভায় কোন কার্য নিম্পন্ন করা যাইবে না। ནོ།། ----་་་་་ (৪) এই আইনে ভিন্নরূপ বিধান না থাকিলে, কর্পোরেশনের সভায় সকল সিদ্ধান্ত উপস্থিত কমিশনারগণের অধিকাংশের ভোট গৃহীত হইবে। (৫) প্রত্যেক কমিশনারের একটি করিয়া ভোট থাকবে, এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতির একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। Co (৬) কর্পোরেশনের সকল সভায় মেয়র, অথবা তাহার অনুপস্থিতিতে ধারা ১৯ এর বিধান অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কমিশনার] অথবা উভয়ের অনুপস্থিতিতে, উপস্থিত কমিশনারগণ কর্তৃক নির্বাচিত কোন কমিশনার সভাপতিত্ব করিবেন। o "(৭) সরকার কর্তৃক নির্ধারিত কর্মকর্তাগণ কর্পোরেশনের আমন্ত্রণে উহার সভায় যোগদান করিবেন এবং সভার আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করতঃ বক্তব্য প্রদান করিতে পারিবেন, তবে তাঁহাদের ভোটাধিকার থাকিবে না ।] o > * “ডেপুটি মেয়র,” শব্দগুলি ও কমা রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) છેઃ ২৫ ধারাবলে বিলুপ্ত। “ধারা ১৯ এর বিধান অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কমিশনার” শব্দগুলি এবং সংখ্যাটি “ডেপুটি মেয়র” শব্দগুলির পরিবর্তে -് রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ২৬ ধারাবলে প্রতিস্থাপিত।
- “ধারা ১৯ এর বিধান অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কমিশনার" শব্দগুলি এবং সংখ্যাটি “ডেপুটি মেয়র,” শব্দগুলি ও কমার পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ২৬ ধারাবলে প্রতিস্থাপিত।
- উপ-ধারা (৭) রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ২৬ ধারাবলে
সংযোজিত।