CŞ রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ ゞa ৬০। (১) কর্পোরেশন প্রতি বৎসর পহেলা জুনের পূর্বে উহার পরবর্তী বাজেট আসন্ন অর্থ বৎসরের প্রাক্কলিত আয়-ব্যয়ের একটি বিবরণ বিধি দ্বারা নিৰ্দ্ধারিত পদ্ধতিতে প্রস্তুত ও অনুমোদন করিবে, যাহা অতঃপর বাজেট বলিয়া অভিহিত হইবে, এবং কর্পোরেশন উহার একটি প্রতিলিপি সরকারের নিকট প্রেরণ করিবে । NON ۶یر (২) কর্পোরেশন পহেলা জুনের পূর্বে উহা উপ-ধারা (১) এ বর্ণিত o পদ্ধতিতে যদি উহার বাজেট প্রস্তুত ও অনুমোদন না করে, তাহা হইলে সরকার § প্রয়োজনীয় বিবরণ প্রস্তুত ও প্রত্যায়ন করাইতে পারিবে, এবং অনুরূপভাবে CŞ প্রত্যায়িত বিবরণ কর্পোরেশনের অনুমোদিত বাজেট বলিয়া গণ্য হইবে। o o (৩) সরকার উপ-ধারা (১) অনুযায়ী বাজেটের প্রতিলিপি প্রাপ্তির দিনের মধ্যে আদেশ দ্বারা উহা পরিবর্তন করিতে পারিবে এবং অনুরূপভাবে ১ পরিবর্তিত বাজেট কর্পোরেশনের অনুমোদিত বাজেট বলিয়া গণ্য হইবে। o o (৪) কোন অর্থ বৎসর শেষ হওয়ার পূর্বে যে কোন সময়ে প্রয়ােজন হুইলে উক্ত বৎসরের জন্য সংশোধিত বাজেট প্রস্তুত ও অনুমোদন করা যাইতে পারবে, এবং উক্ত সংশোধিত বাজেট, যথাসম্ভব, এই ধারার বিধান সাপেক্ষে হইবে। ost (৫) যে ক্ষেত্রে এই আইন অনুবাদী কর্পোরেশন প্রথম (অফিসের দায়িত্ব গ্রহণ করে সে ক্ষেত্রে উহা যে অর্থ বৎসরে দায়িত্ব গ্রহণ করে সেই অর্থ বৎসরের অবশিষ্ট সময়ের জন্য বাজেট হইবে, এবং এই ধারার অন্যান্য বিধান প্রয়োজনীয় সংশোধন সহকারে তৎপ্রতি প্রযোজ্য হইবে। ত o ○ー ৬১। (১) কর্পোরেশনের आा ॐ दीप्ता হিসাব নিৰ্দ্ধারিত প্রকার ও হিসাব পদ্ধতিতে রাখিতে হইবে। - oso (২) প্রতি অর্থবৎসরের শেষে বাকি হিসাব বিবরণী প্রস্তুত করতে হইবে এবং তাহা পরবর্তী অর্থ-বৎসরের একত্ৰিশে ডিসেম্বরের মধ্যে সরকারের নিকট প্রেরণ করিতে হইবে। (৩) বার্ষিক হিসাব-বিবরণীর একটি প্রতিলিপি কর্পোরেশন উহা দিবে এবং জনসাধারণের নিকট হইতে প্রাপ্ত সকল আপত্তি ও পরামর্শ কর্পোরেশন বিবেচনা করিবে এবং তাহা ধারা ৬২তে উল্লিখিত নিরীক্ষা ཝ་རྨ་ད་ཁུལ་ཕུའི་ཨང་ཝ་ཐཤ་ ৬২। (১) কর্পোরেশনের আয়-ব্যয়ের হিসাব প্রত্যেক বৎসর বাংলাদেশের নিরীক্ষা মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (অতঃপর এই ধারায় মহা হিসাব-নিরীক্ষক নামে অভিহিত) কর্তৃক নিরীক্ষিত হইবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।