পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ ১২৯ (খ) এই আইন বা কোন বিধির উদ্দেশ্য পূরণকল্পে উক্ত সম্পত্তি কাজে লাগাইতে পারিবে: (গ) সরকারের পূর্ব অনুমোদনক্রমে, দান, বিক্রয়, বন্ধক, ইজারা বা বিনিময়ের মাধ্যমে বা অন্য কোন পন্থায় যে কোন সম্পত্তি অর্জন বা হস্তান্তর করিতে পারিবে। ৬৫। কপোরেশনের মেয়র ** * *] বা কমিশনার বা উহার কোন কর্মকর্তা তুলিলন্থি : বা কর্মচারী অথবা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত বা কর্পোরেশনের পক্ষে কর্মরত কোন দায় § ব্যক্তির প্রত্যক্ষ গাফেলতি বা অসদাচরণের কারণে কর্পোরেশনের কোন অর্থ বা CŞ সম্পদের লোকসান, অপচয় বা অপপ্রয়োগ হইলে উহার জন্য তিনি দায়ী o থাকিবেন, এবং বিধি দ্বারা নিৰ্দ্ধারিত পদ্ধতিতে সরকার তাহার এই দায়-দায়িত্ব o निक्की कवित्र कि यू शकान्न चालू उंशकमा का इंदेह नई शक G সরকারী দাবী (Public Demand) হিসাবে তাহার নিকট হইতে আদায় করা হইবে। ് দ্বিতীয় পরিচ্ছেদ o কর্পোরেশনের করারোপণ 。 ৬৬। কপোরেশন সরকারের পূর্ব অনুমোদনক্রমে দ্বিতীয় তফসিলে বর্ণিত কর্পোরেশনের সকল অথবা যে কোন কর, রেইট, টােল, সেস ও ফিস নিৰ্দ্ধারিত পদ্ধতিতে করারোপণ আরোপ করিতে পারিবে। ് o ৬৭। (১) কর্পোরেশন কর্তৃক আরোপিত সমুদয় কর, রেইটে, টােল, সেস প্রজ্ঞাপন ও কর ও ফিস সরকারী গেজেটে প্রকাশ করা হইবে এবং সরকার ভিন্নরূপ নির্দেশ প্রদান বলবৎকরণ নাকলিত কথা হল। (২) ক্ষেত্র কেন কলঙ্ক, টোল, সেস বা ফিস বা উহার কোন পরিবর্তন উহার অনুমোদনকারী কর্তৃপক্ষ কর্তৃক যে তারিখ হইতে কার্যকর হইবে বাদ দিতেলি কেলি হল। ৬৮। সরকার আদর্শ কর তফসিল প্রণয়ন করিতে পরিবে এবং অনুরূপ আদর্শ কর তফসিল কর-তফসিল প্রণীত হইয়া থাকিলে, কপোরেশন কর, রেইট, টোল, সেস বা ফিস আরোপণের ক্ষেত্রে তদার পরিচালিত হইবে। & ৬৯। (১) সরকার কর্পোরেশনকে- কর আরোপণের So ক্ষেত্রে নির্দেশাবলী CŞ (ক) ধারা ৬৬ এর অধীনে আরোপনীয় যে কোন কর, রেইট, টোল, সেস অথবা ফিস আরোপ করার নির্দেশ দিতে পারিবে:

  • ", ডেপুটি মেয়র,” কমাগুলি ও শব্দগুলি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং

আইন) এর ৩০ ধারাবলে বিলুপ্ত।