পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ ృ\ల\రి (খ) নোটিশে উল্লিখিতরূপে পায়খানা বা প্রস্রাবখানার পরিবর্তন সাধন করা: (গ) নোটিশে উল্লিখিত পায়খানা বা প্রস্রাবখানা অপসারণ করা; এবং (ঘ) যেখানে ভূগর্ভস্থ কোন পয়ঃপ্রণালীর ব্যবস্থা আছে সেখানে, সাধারণভাবে পরিষ্কারযোগ্য পায়খানা বা প্রস্রাবখানাকে পয়ঃপ্রণালীর NONসহিত সংযুক্ত করার নির্দেশ দিতে পরিবে। ് - ৭৯। কর্পোরেশন নগরীর সীমানার মধ্যে যে সকল জন্ম, মৃত্যু ও বিবাহ জন্ম মৃত্যু এবং বিবাহ হইবে তাহা প্রবিধান অনুযায়ী রেজিষ্ট্ৰী করিবে। ষ্ট্রে ও ৮০। (১) কর্পোরেশন বিধি বা প্রবিধান অনুযায়ী নগরীতে সংক্রামক ব্যাধি সংক্রমিক বধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করিবে। so so (২) কর্পোরেশন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য - হাসপাতাল প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিবে। so (৩) কর্পোরেশন সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকল্পে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে । No o しs> কর্পোরেশন, প্রয়ােজন বিবেচনা করিলে বা সরকার নির্দেশ দিলে- স্বাস্থ্য কেন্দ্র ও o মাতৃসদন ইত্যাদি (ক) স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদন এবং মহিলা, শিশু ও বালক-বালিকাদের জন্য কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করিবে এবং অনুরূপ কোন স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদ বা কল্যাণ কেন্দ্রে চাদ প্ৰদান করতে (*) ধৰিল বন্ধ করতে পরিক - (গ) পরিবার পরিকল্পনা উন্নয়নের ব্যবস্থা করিতে পারিবে; এবং ിപ്പ് (ঘ) মহিলা, শিশু এবং বালক-বালিকাদের স্বাস্থ্যের উন্নতি ও কল্যাণের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে পারবে। *N. しペl अ३ आईन ও বিধি সাপেক্ষে, কর্পোরেশন স্বাস্থ্যমূলক শিক্ষাসহ জনস্বাস্থ্যের উন্নয়ন জনস্বাস্থ্যের উন্নতির বিধানকল্পে প্রয়োজনীয় অন্য যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারবে।

  • § ৮৩। (১) কর্পোরেশন নগরবাসীর চিকিৎসার সুবিধার জন্য প্রয়োজনীয় হাসপাতাল ও ৯ সংখ্যক হাসপাতাল ও ডিসপেনসার প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করিতে পারবে। ডিসপেনসারী

(২) কর্পোরেশন কর্তৃক পরিচালিত প্রত্যেক হাসপাতাল ও ডিসপেনসারী বিধি দ্বারা নিৰ্দ্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে।