পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৬ রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (খ) অনুরূপ যে কোন নর্দমা অপসারণ, সংস্কার বা উহার উন্নয়ন করার; এবং (গ) উক্ত বাড়ীঘর বা জায়গা হইতে সুষ্ঠুভাবে পানি নিষ্কাশনের জন্য অন্য কোন পদক্ষেপ গ্রহণ করার, নির্দেশ দিতে পরিবে। o স্নান ও ধৌত করার ৮৯। (১) কর্পোরেশন সময় সময়- èst স্থান No. (ক) জনসাধারণের স্নান করা, কাপড় ধৌত করা বা কাপড় শুকানোর জন, উপযুক্ত স্থান নির্দিষ্ট করিয়া দিবে; ് (খ) অনুরূপ স্থানসমূহ কখন ব্যবহার করা হইবে এবং কাহারা ব্যবহার করিবেন তাহাও নির্দিষ্ট করিয়া দিবে; Kö o (গ) প্রকাশ্য নোটিশ দ্বারা উক্তরূপ নির্দিষ্ট নয় এইরূপ কোন জায়গাকে উপরিউক্ত উদ্দেশ্যে ব্যবহারকর নিষিদ্ধ করিয়া দিতে পারবে। o (২) কর্পোরেশন হইতে প্রাপ্ত লাইসেন্স ব্যতিরেকে এবং লাইসেন্সে উল্লেখিত শর্তাদি লংঘন করিয়া কোন ব্যক্তি সাধারণের ব্যবহার্য গোসলখানা প্রতিষ্ঠা বা পরিচালনা করিতে পারবেন না। ধোপী-ঘাট এবং ধোপা ৯০। (১) কর্পোরেশন ৰােগীদের ব্যবহারের বােপী বাটের ব্যবস্থা করবে এবং প্রবিধান দ্বারা উক্ত র্যবহার নিয়ন্ত্রণ এবং উহা ব্যবহারের জন্য ফিস ধার্য করিতে পারিবে । So ~ (S) ཝང་ཤིང་གའི་ཞི་པི་ཨ་ལ་ ཨ་ཤ ཨ་ཨི་ཨཱཿ ཨ་ཙོ་ལ་ད་ལྟ་ এবং তাহাদের পেশা নিয়ন্ত্রণের ব্যবস্থা করিতে পারিবে। o সরকারী জলাধার ৯১। (১) সরকারের পূর্ব অনুমোদনক্রমে, কপোরেশন ব্যক্তি মালিকানাধীন নহে নগরীর মধ্যে অবস্থিত সকল পানির উৎস, ঝর্ণা, নদী, দীঘি, পুকুর ও ধারা 3অথবা উহার কোন অংশকে সরকারী জলাধার হিসাবে ঘোষণা করিতে পারবে। &Q N (২) কর্পোরেশন প্রবিধান অনুযায়ী কোন সরকারী জলাধারায় আমোদo প্রমোদ এবং জীবন রক্ষার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং o পানি সেচ, পানি নিষ্কাশন ও নৌচলাচল সম্পর্কিত আপাততঃ বলবৎ অন্য কোন \\ আইনের বিধান সাপেক্ষে উহার উন্নয়ন ও সংস্কার করিতে পারিবে। ് ৯২। (১) কর্পোরেশন প্রবিধান দ্বারা সরকারী জলাধারায় ভাড়ায় পারাপার চলাচলকারী নৌকা বা অন্যান্য যানবাহনের জন্য লাইসেন্স ব্যবস্থা করিতে, লাইসেন্সের শর্ত নিৰ্দ্ধারণ করিতে এবং তজ্জন্য প্রদেয় ফিস নির্দিষ্ট করিতে পারিবে ।