CŞ রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ S8w) (২) কর্পোরেশন বিধি দ্বারা নিৰ্দ্ধারিত পদ্ধতিতে রাস্তা রক্ষণাবেক্ষণ ও রাস্তা উন্নয়ন কর্মসূচী প্রণয়ন ও কার্যকর করিবে এবং ইহা বাবদ যাবতীয় ব্যয় বাজেটের অংশ বলিয়া গণ্য হইবে, তবে সরকার প্রয়োজনবোধে উক্ত কর্মসূচী পরিবর্তন বা সংশোধন করিতে পারিবে। ১১২। (১) কর্পোরেশনের পূর্ব অনুমোদন ব্যতিরেকে এবং উক্ত অনুমোদনের শর্তানুযায়ী ব্যতীত কোন নতুন রাস্তা তৈরী করা যাইবে না। (২) সাধারণের রাস্তা ব্যতীত অন্যান্য সকল রাস্তা প্রবিধান দ্বারা নিৰ্দ্ধারিত পদ্ধতিতে সংরক্ষিত হইবে। (৩) কর্পোরেশন নোটিশ দ্বারা, নোটিশে বর্ণিত পদ্ধতিতে কোন রাস্তা পাকা করা বা উহার পানি নিষ্কাশন বা উহার আলোর ব্যবস্থা করা বা অন্য কোন প্রকারে উহাকে উন্নত করার নির্দেশ দিতে পারিবে: এবং যদি উক্ত নির্দেশ অমান্য করাইতে পারিবে এবং ইহা বাবদ ব্যয়িত অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট হইতে তাহাদের উপর अंशावलीनथालविटवलिालशालाधीश्वरः। (৪) কোন সাধারণ রাস্ত ছাড়া অন্য কোন রাস্ত কি পদ্ধতিতে সাধারণ রাস্তায় ১১৩। (১) কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমােদনক্রমে যে কোন রাস্তার নামকরণ করিতে পারিবে এবং রাস্তার নাম উহার উপর বা উহার কোন মোড়ে কিংবা উহার শেষ প্রান্তে বা প্রবেশ পথে পরিষ্কারভাবে ফলকে লিপিবদ্ধ করিতে হইবে। So (২) কোন ব্যক্তি কোন রাস্তা বা উহার নাম বা নাম ফলক বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত করিবে না কিংবা কর্পোরেশনের পূর্ব অনুমতি ব্যতীত উহার নাম ফলক অপসারণ করিবে না। O so (৩) কর্পোরেশন প্রবিধান দ্বারা নিৰ্দ্ধারিত পদ্ধতিতে রাস্তা ও ইমারত নির্মাণের সীমারেখা অংকিত করিতে পারিবে এবং কোন রাস্তা ও ইমারত নির্মাণের ব্যাপারে এইরূপ সীমারেখা মানিয়া চলার নির্দেশ দিতে পারিবে। હે) কপোরেশন প্রবিধান দ্বারা রাস্তার উপদ্রব এবং রাস্তা সংক্রান্ত ব্যাপারে অপরাধের সংজ্ঞা নিরূপণ করিতে পারবে এবং উহা প্রতিরোধ ও দূরীকরণের S২ জন্য ব্যবস্থা গ্রহণ করিতে পারবে। ১১৪। (১) কর্পোরেশনের কোন রাস্তা, নর্দমা, ভূমি, বাড়ী, গলি বা পার্কে কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতিরেকে এবং উহার শর্তাবলী ব্যতীত, কোন ব্যক্তি কোন প্রকারে অবৈধভাবে পদাপন করিবেন না। CŞ রাস্তা রাস্তা সম্বন্ধে সাধারণ অবৈধভাবে পদার্পণ
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।