পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N 88 রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (২) উক্তরূপ অবৈধ পদাপন হইলে কর্পোরেশন নোটিশ দ্বারা নিৰ্দ্ধারিত সময়ের মধ্যে অবৈধ পদাপনকারী ব্যক্তিকে তাহার অবৈধ পদাৰ্পন বন্ধ করিবার জন্য নির্দেশ দিতে পারিবে এবং উক্ত সময়ের মধ্যে যদি তিনি এই নির্দেশ মান্য না করেন তাহা হইলে কর্পোরেশন অবৈধ পদাৰ্পন বন্ধ করিবার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং এই বাবদ যে ব্যয় হইবে তাহা উক্ত 。 পদাপনকারীর নিকট হইতে তাহার উপর এই আইনের অধীন আরোপিত ক তু হিসাবে আদায়যোগ্য হইবে। No (৩) উপ-ধারা (২) এর অধীনে জারীকৃত নোটিশ দ্বারা সংক্ষুব্ধ কোন ব্যক্তি নোটিশ প্রাপ্তির পনের দিনের মধ্যে সরকারেরನ್ ಸ್ಟ್ পারিবে: এবং ইহার উপর সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। N o রাস্তায় বাতির ব্যবস্থা ১১৫ । (১) কর্পোরেশন সাধারণের রাস্তায় বা উহার উপর ন্যস্ত গ্রহণ করিবে। o o (২) কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে, প্রবিধান দ্বারা নিৰ্দ্ধারিত পদ্ধতিতে রাস্তায় আলোকিতকরণ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে। রাস্তা ধোয়ার ব্যবস্থা ১১৬। কর্পোরেশন জনসাধারণের আরাম ও সুবিধার জন্য সাধারণ রাস্তা - পানি দ্বারা ধৌত করার ব্যবস্থা করিবে। o -- wينتي যানবাহন নিয়ন্ত্রণ ১১৭ ৷ পথচারীগণ যাহাতে পথ চলিতে বিপদগ্রস্ত না হন এবং তাহারা নিরাপদে ও অনায়াসে পথে চলাফেরা করিতে পারে তন্নিমিত্ত কর্পোরেশন সাধারণ যানবাহন ১১৮। (১) কোন ব্যক্তি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতীত নগরীতে মটরগাড়ী ছাড়া অন্য কোন সাধারণ যানবাহন রাখিতে, ভাড়া দিতে বা চালাইতে & o (২) কোন ব্যক্তি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতিরেকে এবং উহার o শর্তানুযায়ী ব্যতীত নগরীতে কোন সাধারণ যানবাহন টানিবার জন্য ঘোড়া বা o অন্য পশু ব্যবহার করিতে পারিবে না। so (৩) কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে, এবং প্রবিধান দ্বারা e$ নিৰ্দ্ধারিত পদ্ধতিতে সাধারণ যানবাহনের ভাড়া নির্ধারণ করিতে পারিবে এবং কোন ব্যক্তি এইরূপ নিৰ্দ্ধারিত ভাড়ার অধিক ভাড়া দাবি করিতে পারিবেন না।