পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ >や (৫) যে খাতের জন্য অর্থ মঞ্জুর বা বরাদ্দ করা হইয়াছে সেই খাতেই যেন থাকিবেন। (৬) কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সকল চুক্তিতে স্বাক্ষর করবেন। NQ o (৭) কোষাধ্যক্ষ সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত অন্যান্য èst ক্ষমতাও প্রয়োগ করিবেন। o ১৫। বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মকর্তার নিয়োগ পদ্ধতি সম্পর্কে এই অন্যান্য কর্মকর্তার সকল কর্মকর্তা নিয়োগ করিবেন। ഴ്സ് ১৬। (১) রেজিষ্ট্রার সিনেট, সিণ্ডিকেট ও శా శాస్త్రోపో থাকিবেন। o o (২) রেজিষ্ট্রর সংবিধি অনুসারে রেজিষ্টার্ড গ্রাজুয়েটদের একটি রেজিষ্টার রক্ষণাবেক্ষণ, করবেন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবেন। ംര് ১৭। মহাবিদ্যালয় পরিদর্শক অনুমােদিত মহাবিদ্যালয় বা ইনষ্টিটিউটের মহাবিদ্যালয় পরিদর্শক সহিত সম্পর্কিত সকল বিষয়ের দায়িত্বে থাকিবেন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয় আধা ঘনা নতি কিবা ভাল চলের কর্তৃক প্রদত্ত অনানা দক্তি - N পালন করিবেন। so ১৮। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা পরিচালনার সহিত সম্পর্কিত সকল বিষয়ের পরীক্ষানিয়ন্ত্রক দায়িত্বে থাকিবেন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত অথবা ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন। Q১৯। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা সংবিধি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও অনান কর্মকর্তর প্রবিধান দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন। ক্ষমতা ও দায়িত্ব

  • No. বিশ্ববিদ্যালয়ের ২০। বিশ্ব বদ্যালয়ের নিম্নরূপ কর্তৃপক্ষ থাকিবে, যথা :- কর্তৃপক্ষ Φ". " o (ক) সিনেট; so (খ) সিণ্ডিকেট; ost (গ) একাডেমিক কাউন্সিল;

(ঘ) স্কুল অব ষ্টাডিজ; (ঙ) পাঠ্যক্রম কমিটি;