রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ N8’s (ছ) সরকারের পূর্ব অনুমোদনক্রমে (১) শিক্ষা সমিতির উন্নয়নে সহায়তা দান করিতে পরিবে: (২) শিক্ষা-জরিপ ব্যবস্থা এবং শিক্ষা বিষয়ক প্রকল্প বাস্তবায়ন করিতে পারিবে: NON(৩) বিদ্যালয়ের ছেলে-মেয়েদের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্য প্রদানে ് দুগ্ধ ও খাদ্য সরবরাহের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; এবং No (জ) শিক্ষার উন্নয়নে সহায়ক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিতে পরিবে। ള് একাদশ পরিচ্ছেদ N - “འོད༨ റ്റ് সংস্কৃতি ১৩৪। কপোরেশন- so সংস্কৃতি (ক) পৌর-শিক্ষার প্রসারে এবং সমাজ উন্নয়ন ও জনস্বার্থে ੋਣ বিষয়ের প্রচারের জন্য তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারবে ত্র (খ) সর্বসাধারণের প্রতিষ্ঠান ও ব্যবহার্য জায়গায় রেডিও সেটের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে: ത് > (গ) যাদুঘর ও আর্টগ্যালারী স্থাপন এবং উহার রক্ষিত জিনিসপত্রের প্রদর্শনীর ব্যবস্থা করিতে পরিবে: co -`) (ঘ) পাবলিক হল ও সমাজ কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিতে পারিবে: > (ঙ) স্বাধীনতা দিবস ও অন্যান্য জাতীয় ছুটির দিনগুলি উদযাপন করিবার (5) কর্পোরেশনে আগমনকারী বিশিষ্ট মেহমানদের সম্বর্ধনার ব্যবস্থা করিতে পরিবে: \ ং জারবার আলাপের র্যালী ও টুর্নামেন্ট পরিচালনা করিতে পরিবে: &o (ঝ) নগর ভ্রমণের ব্যবস্থা করিতে পারিবে: e$ (ঞ) নগরীর ঐতিহাসিক বৈশিষ্ট্যপূর্ণ স্থানসমূহ সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ (জ) জনসাধারমধ্যেশরীরচর্চা ব্যায়াম ও খেলাধূলার উৎসাহ দান এবং § করিতে পারিবে: (ট) সর্বসাধারণের চিত্তবিনোদনের জন্য সুবিধাদির ব্যবস্থা গ্রহণ ও উন্নতি বিধান করিতে পারিবে; এবং
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।