পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ >(?や (খ) উহার প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে অসমর্থ, (গ) সাধারণতঃ এমন কাজ করে যাহা জনস্বার্থবিরোধী, (ঘ) উহার ক্ষমতার সীমা লংঘন বা ক্ষমতার অপব্যবহার করিয়াছে বা (ঙ) তৎকর্তৃক আরোপিত বাৎসরিক কর, রেট, সেস, টােল, ফি এবং èst অন্যান্য চার্জ এর শতকরা পচাত্তর ভাগ, কোন যুক্তিসংগত কারণ so -so তবে শর্ত থাকে যে, অনুরূপ আদেশ প্রদানের পূর্বে কর্পোরেশনকে উহার বিরুদ্ধে কারণ দর্শাইবার সুযোগ দিতে হইবে। o S (২) উপ-ধারা (১) এর অধীনে কোন আদেশ প্রকাশিত হইলে ལྷརྨ་ཨ་མ་ཨ་མ་ (ক) কর্পোরেশনের শ* * *] মেয়র এবং কমিশনারগণ তাহদের পদে আর বহাল থাকিবেন না; റു. (খ) বাতিল থাকাকালীণ সময়ে কর্পোরেশনের যাবতীয় দায়িত্ব সরকার কর্তৃক নিযুক্ত কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ পালন করবেন; NJ; (*) উক্ত সময় কর্পনের সকল তলি ও সম্পত্তি সরকার উপর ন্যস্ত থাকবে। ৯ o ১৪৮। (১) যদি প্রয়োজনীয় তদন্তের পর, সরকার এইরূপ অভিমত পোষণ কর্পোরেশনের কোন করে যে, কর্পোরেশন উহার কোন বিশেষ বিভাগ বা প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করিতে অক্ষম, তাহা হইলে সরকার সরকারী গেজেটে প্রকাশিত སྨ་ཨཱ་ཝཱ་ལཱ་ཝ་ཐལ་ আদেশ দ্বারা উক্ত বিভাগ বা প্রতিষ্ঠানের উপর কর্পোরেশনের কর্তৃত্ব উক্ত হনতকরণ so 으 cSR দফা (ঙ) রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৩১ ধারাবলে CŞ সন্নিবেশিত।

  • “ডেপুটি” শব্দটি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৩১

ধারাবলে বিলুপ্ত। “সরকার কর্তৃক নিযুক্ত কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ" শব্দগুলি “মেয়র” শব্দটির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৩১ ধারাবলে প্রতিস্থাপিত।