রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ ᎩᎶᏑ☾ ১৫১। প্রধান নির্বাহী কর্মকর্তা বা এতদুদ্দেশ্যে কর্পোরেশন হইতে অভিযোগ প্রত্যাহার ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি এই আইনের অধীন অপরাধ সংক্রান্ত কোন অভিযোগ প্রত্যাহার করিতে পারিবেন। ১৫২। প্রধান নির্বাহী কর্মকর্তা বা কর্পোরেশন হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন অপরাধ বিচারার্থ গ্রহণ NONব্যক্তির লিখিত অভিযোগ ছাড়া কোন আদালত এই আইনের অধীনে কোন o অপরাধ বিচারের জন্য গ্রহণ করিতে পারিবেন না। èst so বিবিধ . -- ১৫৩। (১) সরকার, বিধি দ্বারা নির্ধারিত যে পদ্ধতিতে, নগরী সংলগ্ন কোন নগর এলাকা এলাকাকে নগরীর অন্তর্ভুক্ত করিতে পারিবে বা নগরীর কোন এলাকাকে উহা সম্প্রসারণ বা হইতে বহির্ভূত করিতে পরিবে। so সংকোচন (২) কোন এলাকা নগরীর অন্তর্ভুক্ত করা হইলে, এই আইন ও সকল বিধি এবং প্রবিধান এবং এই আইনের অধীনে প্রদত্ত সকল আদেশ, নির্দেশ ও ক্ষমতা উক্ত এলাকায় প্রযোজ্য হইবে। ം് (৩) কোন এলাকা নগরী হইতে বহির্ভূত করা হইলে, এই আইন ও সকল বিধি, প্রবিধান এবং এই আইনের অধীন প্রদত্ত সকল আদেশ, নির্দেশ ও ক্ষমতা উক্ত এলাকায় আর প্রযোজ্য হইবে না। ് (৪) সরকার উক্তরূপ অন্তর্ভুক্তকরণ ও বহির্ভূতকরণ কার্যকর করার প্রয়োজনে অথবা এতদসংক্রান্ত বিষয়ে যে কোন আদেশ দিতে পারিবে । ১৫৪ ৷ এই আইন বা কোন বিধি বা প্রবিধান অনুসারে প্রদত্ত কর্পোরেশন বা আপীল উহার মেয়র পঞ্চ * *], ডেপুটি মেয়র বা প্রধান নির্বাহী কর্মকর্তার কোন আদেশ দ্বারা কোন ব্যক্তি সংক্ষুদ্ধ হইবে যে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং সময়ের মধ্যে উহার নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট ইহার বিরুদ্ধে আপীল করিতে পারবেন: এবং এই আপীলের উপর আপীল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে এবং ইহার কিনেআতেনে উত্থাপনক বাইবেনা। ১৫৫। সময় সময় জারীকৃত স্থায়ী আদেশ দ্বারা সরকার- স্থায়ী আদেশ o o (ক) কর্পোরেশনের সংগে অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের সম্পর্ক নিরূপন ও O নিয়ন্ত্ৰণ করিতে পারিবে: CŞ
- ", ডেপুটি মেয়র” কমা এবং শব্দগুলি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং
আইন) এর ৩২ ধারাবলে বিলুপ্ত।