S8 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ (চ) বোর্ড অব এ্যাডভান্সড ষ্টাডিজ; (ছ) অর্থ কমিটি; (জ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটিং (ঝ) বাছাই বোর্ড; এবং NON (ঞ) সংবিধিতে বিধৃত অন্যান্য কর্তৃপক্ষ। ് সিনেট ২১। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা:- ২১ (ক) ভাইস-চ্যান্সেলর; അ Q (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস চ্যান্সেলর;] - Goo (গ) কোষাধ্যক্ষ & (ঘ) স্পীকার কর্তৃক মনোনীত সংসদের তিনজন সদস্য; (ঙ) সরকার কর্তৃক মনোনীত তিনজন সরকারী কর্মকর্তা (চ) সিন্ডিকেট কর্তৃক মনােনীত গবেষণা সংস্থাসমূহের পাঁচজন প্রতিনিধি; (ছ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত ४श्लु-थाउनाभा শিক্ষাবিদ; (জ) মাধ্যমিক ও উচ্চতর শিক্ষার মহাপরিচালক; (ঝ) কারিগরি শিক্ষার মহাপরিচালক (48) কুমিল্ল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান; (ট) অধিভুক্ত ও অংগ মহাবিদ্যালয়সমূহ হইতে সিন্ডিকেট কর্তৃক মনোনীত 2 «Հ: তিনজন অধ্যক্ষ (ঠ) অধিভূক্ত ও অংগ মহাবিদ্যালয়সমূহ হইতে একাডেমিক কাউন্সিল কর্তৃক মনােনীত চারজন শিক্ষক (ড) রেজিষ্টারভুক্ত গ্রাজুয়েটগণ কর্তৃক তাহদের মধ্য হইতে নির্বাচিত দশজন প্রতিনিধি; o (ঢ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক তাহদের মধ্য হইতে নির্বাচিত N (ণ) বাণিজ্যে নিয়োজিত ব্যক্তিগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত Q একজন প্রতিনিধি; S- (ত) শিল্পে নিয়োজিত ব্যক্তিগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত o একজন প্রতিনিধি; so (থ) আইন পেশায় নিয়োজিত ব্যক্তিগণের মধ্য হইতে সরকার কর্তৃক So মনোনীত একজন প্রতিনিধি।
- দফা (খ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১২ নং আইন) এর ৩
ধারাবলে প্রতিস্থাপিত।