>(?br রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ প্রকাশ্য রেকর্ড ১৬২। এই আইনের অধীন প্রস্তুতকৃত এবং সংরক্ষিত যাবতীয় রেকর্ড এবং রেজিষ্ট্রার, Evidence Act, 1872 (I of 1872) এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে, প্রকাশ্য রেকর্ড (public document) বলিয়া গণ্য হইবে এবং, বিপরীত প্রমাণিত না হইলে, উহাকে বিশুদ্ধ রেকর্ড বা রেজিষ্টার বলিয়া গণ্য করিতে হইবে। o ×o কর্পোরেশনের মেয়র, ১৬৩। কর্পোরেশনের মেয়র [4 * * এবং প্রত্যেক কমিশনার এবং উহার ৯ কমিশনারী ইত্যাদি প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং কর্পোরেশনের কাজ করার জন্য যথাযথভাবে ক্ষমতা প্রাপ্ত অন্যান্য ব্যক্তি, Penal Code (XLV 1860) এর Section 21 এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে, জনসেবক (public servant) of TT off of & so ১৬৪ । মেয়রের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা- রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৩৫ ধারাবলে বিলুপ্ত / o সরল বিশ্বাসে কৃত ১৫। আলমেলি লসললিক কাজ-কর্ম রক্ষণ কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাঁহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার, কপোরেশন বা উহাদের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তির বিরূদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না। SS so চতুর্থ পরিচ্ছেদ o ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী এই পরিচ্ছেদের ১৬৬। এই আইনের অন্য কোন বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই প্রাধান্য পরিচ্ছেদের বিধানাবলী কার্যকর থাকিবে। রাজশাহী পৌরসভা § ১৬৭। (১) এই আইন বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই কর্পোরেশন হইবে ১ থাকুক না কেন, এই আইন প্রবর্তন হওয়ার সংগে সংগে Paurashava © o Ordinance, 1977 (XXVI of 1977) ® ®ro •ifïò 3T3T*tfât o পৌরসভা, রাজশাহী সিটি কর্পোরেশন বলিয়া গণ্য হইবে। o Sং ” “কমিশনার" শব্দটি "ডেপুটি মেয়র, সদস্য" শব্দগুলি ও কম্যুর পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) CŞ আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৩৪ ধারাবলে প্রতিস্থাপিত।
- “, ডেপুটি মেয়র” কমা এবং শব্দগুলি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং
আইন) এর ৩৪ ধারাবলে বিলুপ্ত।
- “fisä” “Fost “colá" "Fasā of Toš The Local Government Laws (Amendment) Act, 1990
(১৯৯০ সনের ৫৬ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত।