পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ YGᏑᎼ (২) এই আইনের বিধান অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত, কর্পোরেশন একজন প্রশাসক, একজন উপ-প্রশাসক এবং সরকার কর্তৃক কর্তৃক নিযুক্ত হইবেন। (৩) প্রশাসক মেয়র-এর দায়িত্ব পালন করিবেন এবং উপ-প্রশাসক 。 প্রশাসকের দায়িত্ব পালনে সহায়তা করিবেন। (৪) এই ধারার অধীনে কোন ব্যক্তিকে সরকার যে কোন সময়ে কোন Q কারণ না দর্শাইয়া তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবেন। ് ১৬৮। কমিশনারগণের প্রথম সাধারণ নির্বাচনের উদ্দেশ্যে, সরকার, কর্পোরেশনের প্রথম (ক) নগরীকে কতকগুলি ওয়ার্ডে বিভক্ত করিতে হইবে, o (খ) প্রত্যেকটি ওয়ার্ডের এলাকা কতটুকু হইবে, এবং o (গ) প্রত্যেকটি ওয়ার্ডের জন্য কতগুলি আসন বা হইবে তাহ নিৰ্বর | o രു

  • [১৬৮ক। এই অধ্যাদেশ বা আপাততঃ वभाव असा कान आईन याश কর্পোরেশনের কতিপয় কিছুই থাকুক না কেন, ১৯৯১ সনের ১৮ই সেপ্টেম্বর হইতে উক্ত ১৮ সেপ্টেম্বর আদেশ, কার্যাবলী তারিখের অব্যবহিত পরবর্তী এই অধ্যাদেশের অধীন নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে ఙ్ఞా శా গঠিত কর্পোরেশনের প্রথম সভার তারিখ পর্যন্ত (উভয় দিনসহ) সময়সীমার মধ্যে কর্পোরেশন কর্তৃক প্রণীত আদেশ, কৃত কাজকর্ম, গৃহীত ব্যবস্থা বা কার্যধারাসমূহ, অথবা প্রণীত, কৃত বা গৃহীত বলিয়া বিবেচিত আদেশ, কাজকর্ম, ব্যবস্থা বা কার্যধারাসমূহ, কর্পোরেশন কর্তৃক বৈধভাবে প্রণীত, কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া এতদ্বারা অনুমোদিত ও সমর্থিত ও ঘোষিত হইল, এবং তৎসম্পর্কে কোন আদালত, ট্রাইবুনাল বা কর্তৃপক্ষের নিকট কোন কারণেই কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না ।]

o ১৬৯ ৷ ( ১) এই আইন প্রবর্তনের সংগে সংগে Paurashava Ordinance, রহিতকরণ ও 1977 (XXVI of 1977), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লেখিত, এর হেফাজত রাজশাহী নগরীর ক্ষেত্রে প্রয়োগ রহিত হইবে। & ২) উক্ত Ordinance উক্তরূপে রহিত হইবার পর,cSR (ক) রাজশাহী পৌরসভা বিলুপ্ত হইবে এবং উহার চেয়ারম্যান ও CŞ কমিশনারগণ তাঁহাদের পদে আর বহাল থাকিবেন না;

  • ধারা ১৬৮ক রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধনী) আইন, ২০০৪ (২০০৪ সনের ২১ নং আইন) এর ৩ ধারাবলে

সন্নিবেশিত।