পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Wじbr রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ চতুর্থ তফসিল যে সকল বিষয় সম্পর্কে বিধি প্রণয়ন করা যাইতে পারে (ধারা ১৫৬ দ্রষ্টব্য) ১। ওয়ার্ডসমূহের এলাকা নির্ধারণ * * *] মেয়র এবং কমিশনারের নির্বাচন। ২। শ* * * মেয়র এবং কমিশনার অপসারণের জন্য বিশেষ সভা আহানেরট পদ্ধতি। Soo ക് ৩। কর্পোরেশনের কার্য কি প্রকারে এবং কোন কর্তৃপক্ষ কর্তৃক প্তি হইবে তাহ নিৰ্দ্ধারণ।

ു്

৪ । পূর্তকাজ সম্পন্ন করার পদ্ধতি, পূর্তকাজ সম্পন্ন করার জন্য প্রদেয় টাকার হারের তফসিল, বাৎসরিক পূর্তকাজের কর্মসূচী এবং উহার মঞ্জুরী ও বাস্তবায়ন, পূর্তকাজ পরিদর্শন এবং পরিদর্শন কর্মকতাগণের ক্ষমতা। o ৫। চুক্তি সম্পাদন, নিবন্ধন ও বলবৎ করার পদ্ধতি, সরকারের অনুমোদন সাপেক্ষ ཙཱ་ཨཱི་ཨཱུ་ལཱ་ཛ་མཱད་ཨང་༡༩༢༦ལྟར་ཆ་ཤཱཀྱར་ཤཱཀྱའུ་ཝཱ་ཙཱརྨ་ཤ་ཨར་པྰ་ཧྰ་ཨོཾ་ལ་ཨ་ ○ I ঠিকাদারগণের বিদ্ধিকরণ ফিস, ঠিকাদার কর্তৃক প্রদেয় জমানত এবং জামানত বাজেয়াপ্তের শতাদি। o 어 | রক্ষণাবেক্ষযোরেকর্ডসমূহ কি কি লিট এবং টিন প্রস্তুত করতে হইবে তাহা নিরূপন এবং তাহার প্রকাশনা পদ্ধতি, অপ্রয়োজনীয় রেকর্ডপত্রের হেফাজতকরণ, রক্ষণাবেক্ষণ ও ধবংসকরণ। o o, ৮। প্রধান নিবাহী কর্মকর্তার উপর কি কি ক্ষমতা ন্যস্ত হইবে এবং উহা কি প্রকারে এহিক হইবে তহরিণ। sì কর্পোরেশনের কর্মকর্তা এবং কর্মচারীগণের বিরুদ্ধে শৃংখলামূলক ব্যবস্থা গ্রহণের ● जन जॅनड*न्नड। - - . സ് N ് ১০। কর্পোরেশন তহবিলের হেফাজত, বিনিয়োগ, পরিচালনা, প্রয়োগ ও নিয়ন্ত্রণ এবং S- ঋণ পরিশোধের জন্য বিশেষ ফাণ্ড (Sinking fund) ও অন্যান্য তহবিল o স্থাপন।

  • “ডেপুটি” শব্দটি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৩৬

ধারাবলে বিলুপ্ত।

  • “ডেপুটি” শব্দটি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৩৬

ধারাবলে বিলুপ্ত। o &