পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տ Գo রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ ৭। সিদ্ধান্ত বাস্তবায়ন। ৮। সাধারণ সীলমোহর হেফাজত ও ব্যবহার। ৯ । কর্পোরেশন অফিসের দপ্তর ও উপ-দপ্তর স্থাপন এবং উহাদের কার্য পদ্ধতি নিৰ্দ্ধারণ। o ১০। লাইসেন্স প্রদান পদ্ধতি। ് ১১ । সরকারী এবং বেসরকারী মেলা অনুষ্ঠান ও উৎসব পালন, উক্তরূপ মেলা ও বেসরকারী মেলার জন্য লাইসেন্স প্রদান, মেলা ও উৎসবাদি পরিদর্শন। o ১২। সর্বসাধারণের জন্য চিত্তবিনােদন, আমোদ-প্রমোদ ও সংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যবস্থা করা, বেসরকারী তত্ত্বাবধানে সর্বসাধারণের চিত্তবিনোদন ও আমোদ-প্রমোদের জন্য স্থানের লাইসেন্স প্রদান, সর্বসাধারণের বিনােদন ও আমােদ-প্রমােদের স্থলক্সেল আচার-আচরুনিয়ন্ত্রণ। - O >\S) I স্বাস্থ্য ব্যবস্থা তদারকের জন্য জায়গা-জমি ও বাড়িঘর পরিদর্শন, বাড়িঘরের মালিক কর্তৃক আবর্জনা পরিস্কার ও অপসারণ, ব্যক্তিগত পায়খানা ও প্রস্রাবখানা নির্মাণ ও পরিদর্শন, স্বাস্থ্য-ব্যবস্থা সম্পর্কে জনসাধারণের দায়িত্ব ও কর্তব্য এবং ব্যক্তিগত ঝাড়ুদারের লাইসেন্স প্রদান। o ১৪। রোগ-সংক্রমিত ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র অথবা অন্যান্য দ্রব্যাদি অপসারণ, রোগ-সংক্রমণ মুক্তকরণ ও ধবংসকরণ, বাড়িঘর এবং যানবাহন রোগ-সংক্রমণ মুক্তকরণ, সংক্রামক রোগের বিস্তার রোধের ব্যাপারে জনসাধারণের দায়িত্ব ও কর্তব্য। So o ১৫। সরকারী এবং বেসরকারী গোরস্থান ও শ্মশানের জন্য লাইসেন্স প্রদান ও Sউহাদের সংরক্ষণ, কবর, স্মৃতিসৌধ এবং স্মৃতিফলক সংরক্ষণ, গরীব ও দুস্থদের দাফন ও শবদাহের ব্যবস্থা, দাফন ও শবদাহের জন্য ফিস। & ক্ষতিকর ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ, বিপজ্জনক ও ক্ষতিকর দ্রব্যাদি মজুদকরণ ও اند . *N রক্ষণ । Q ১৭। অবৈধ পদাপন, নিয়ন্ত্রণ ও অপসারণ। No - S ১৮। সাধারণ যানবাহন ও উহার চালক এবং উহার জন্য ব্যবহৃত জন্তু ও ব্যক্তির So লাইসেন্স, উক্তরূপ যানবাহন ও জন্তু ও উহাদের রাখার স্থান পরিদর্শন; উক্তরূপ o যানবাহন ও জন্তু দাড়াইবার স্থান ও উহার ব্যবহার; সাধারণ যানবাহন সংক্রান্ত অপরাধ ।