পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S Ꮔ☾ অস্থাবর সম্পত্তি হুকুমদখল আইন, ১৯৮৮ ১৯৮৮ সনের ২৬ নং আইন [২৪ মে, ১৯৮৮] যেহেতু অবস্থাবর সম্পত্তি হুকুমদখলকল্পে বিধান করা সমীচীন ও èst প্রয়োজনীয়; o § সেহেতু এতদৃদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ം് ১। (১) এই আইন অস্থাবর সম্পত্তি হুকুমদখল আইন, ১৯৮৮ নামে శా অভিহিত হইবে। So (২) ইহা ১৭ই কার্তিক, ১৩৯৪ বাং মোতাবেক ৪ঠা নভেম্বর, ১৯৮৭ ইং তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে। o o ২। বিষয় অথবা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,= সংজ্ঞা © (ক) “অস্থাবর সম্পত্তি” বলিতে যে কোন স্থলযান বা জলযান অন্তর্ভুক্ত হইবে; Q O > (খ) “ডেপুটি কমিশনার" বলিতে অতিরিক্ত ডেপুটি কমিশনার এবং এই অধ্যাদেশের দ্বারা বা অধীনে ডেপুটি কমিশনারকে প্রদত্ত কোন ক্ষমতা প্রয়োগ বা তাহার উপর অর্পিত কোন দায়িত্ব পালনের জন্য, ডেপুটি কমিশনারের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত তাহার অধীনস্থ অন্য কোন কর্মকর্তা অন্তর্ভুক্ত হইবেন - ~ *, (গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; - (ঘ) “ম "তেত দখলদার অন্তর্ভুক্ত হইবে। কোন অস্থাবর সম্পত্তি সরকার কাজে বা জনস্বার্থে স্বল্পকালীন অস্থাবর সম্পত্তি (3) וס\ সম্পত্তি হুকুমদখল করিতে পারবেন। o (২) উপ-ধারা (১) এর অধীন প্রত্যেক আদেশ হুকুমদখলকৃত সম্পত্তির মালিককে ব্যক্তিগতভাবে প্রদান করিয়া জারী করতে হইবে, তবে যদি উক্ত sহ মালিক আদেশটি গ্রহণ করিতে অস্বীকার করেন বা উক্ত মালিককে তুহার O সৰ্বশেষ ঠিকানায় পাওয়া না যায় তাহা হইলে আদেশটি উক্ত মালিকের অধীনস্থ কোন কর্মচারী বা উক্ত মালিকের সহিত বসবাসরত তাহার পরিবারের কোন প্রাপ্তবয়স্ক সদস্যকে প্রদান করিয়া বা উক্ত মালিকের বাসগৃহ বা ব্যবসা বা