o >Wり শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ (ঘ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক নির্বাচিত দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাহাদের মধ্যে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক হইবেন; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক স্থিরীকৃত পালাক্রমে স্কুলের একজন উন; - (ছ) সিনেট কর্তৃক মনোনীত দুইজন ব্যক্তি; o (জ) অধিভুক্ত ও অংগ মহাবিদ্যালয়সমূহ হইতে একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত দুইজন অধ্যক্ষ, যাহাদের মধ্যে একজন পেশাদার বা কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হইবেন; ് (ঝ) :"ল একজন কোন o (চ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক স্থিরীকৃত পালাক্রমে একজন প্রোভোষ্ট; ് o N গবেষণা প্রতিষ্ঠানের সদস্য হইবেন; -l. (ঞ) সরকার কর্তৃক মনােনীত অন্ততঃ অতিরিক্ত সচিবের পদমর্যাদাসম্পন্ন একজন সরকারী কর্মকর্তা: -১ N (ট) মাথমিক ও উচ্চত্রশিলীমপরিচালক। (২) (১)(ক), (খ) বা (o) উপ-ধারায় উল্লেখিত কোন সদস্য ব্যতীত সিণ্ডিকেটের অন্য কোন সদস্য দুই বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন, এবং নির্বাচিত বা মনোনীত তাহার উত্তরাধিকার কার্যভার গ্রহণ না তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডীন, প্রভোষ্ট, সিনেটের সদস্য, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অথবা সরকারী কর্মকর্তা অনুরূপ শিক্ষক, উীন, প্রভোষ্ট, সদস্য, অধ্যক্ষ বা কর্মকর্তা থাকিবেন ততদিন S. Q ്. সিন্ডিকেটের ক্ষমতা ও - (৩) (১)(ঘ) উপ-ধারায় উল্লিখিত সিণ্ডিকেটের সদস্যগণের নির্বাচন সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুষ্ঠিত হইবে। ২৫। (১) সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের নির্বাহী সংস্থা হইবে এবং এই আইন ও মঞ্জুরী কমিশন আদেশের বিধান এবং ভাইস-চ্যান্সেলরের উপর অপিত ক্ষমতা সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের কার্যাবলী, প্রতিষ্ঠানসমূহ এবং সম্পত্তির উপর সিণ্ডিকেটের সাধারণ ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের ক্ষমতা থাকিবে; এবং সিণ্ডিকেট এই আইন, সংবিধি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ এবং প্রবিধানের বিধানসমূহ যথাযথভাবে পালিত হইতেছে কিনা তৎপ্রতি লক্ষ্য রাখিবেন।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।