Soo অর্থ আইন, ১৯৮৮ (২) এবং যেইক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের সেইক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের রপ্তানী রপ্তানী বিক্রয় পূর্ববর্তী বৎসরের বিক্রয় পূর্ববর্তী বৎসরের রপ্তানী রপ্তানী বিক্রয়ের অধিক না হয়; বিক্রয়ের তুলনায় প্রতি-শতকরা ১০ ভাগ হাসের জন্য শতকরা ১ ভাগ আয়কর রেয়াত হাস করা হইবে। এর কম হইবে না। o No (আ) যেই ক্ষেত্রে রপ্তানীকৃত দ্রব্যসমূহ পরিমাণ। Q রপ্তানীকারক করদাতা কর্তৃক উৎপাদিত ് হয় : -- (১) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে কোন রেয়াত দেওয়া বিক্রয়ের ১০% এর বেশী না হয়; হইবে না; s (২) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর বিক্রয়ের ১০% এর অধিক হয় আরোপণযোগ্য আয়করের ৩০%; কিন্তু ২০% এর অধিক না হয়; S (৩) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর বিক্রয়ের ২০% এর অধিক হয় আরোপণযোগ্য আয়করের ৪০%; কিন্তু ৩০% এর অধিক না হয়; (৪) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর বিক্রয়ের ৩০% এর অধিক হয় আরোপণযোগ্য আয়করের ৫০%; কিন্তু ৪০% এর অধিক না হয়; (৫) যেইক্ষেত্রে রপ্তানী বিক্রয় মোট সেইক্ষেত্রে রপ্তানী বিক্রযের উপর ~ বিক্রয়ের ৪০% এর অধিক হয়; আরোপণযোগ্য আয়করের ৬০% । o હ) ১৯৮৮ সালের ১লা জুলাই হইতে আরব্ধ কর বৎসরের জন্য কোন কর SS তফসিলের প্রথম অংশের অনুচ্ছেদ ক অথবা খ (১) (ঈ)তে নির্দিষ্ট করহার এর -- o Q মধ্যে যে হারটি তাহার অনুকূলে যাইবে, সেই হার অনুযায়ী তাহার উপর কর প্রদেয় হইবে: শর্ত থাকে যে, এই উপধারার উদ্দেশ্যে চতুর্থ তফসিলের প্রথম অংশের ক শর্তাংশে উল্লেখিত কোন রেয়াত বা অংক বাদ দেওয়া যাইবে না।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।