o -് অর্থ আইন, ১৯৮৮ ૨૦S (৪) (ক) ১৯৮৮ সালের ১লা জুলাই হইতে আরব্ধ কর বৎসরে, বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ করদাতা ব্যতীত অন্য কোন করদাতার মোট আয়ের মধ্যে যদি রপ্তানী ব্যবসায় হইতে প্রাপ্ত কোন মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে দফা (খ) ও (গ) এর বিধান শর্ত থাকে যে, এখানে হওয়া উচিত স্থানীয়ভাবে তৈয়ারী যন্ত্রপাতি, No সরঞ্জামাদি এবং দেশে উৎপাদিত অন্যান্য তৈয়ারী পণ্য-সামগ্রী যদি CŞ কোন সংস্থার নিকট তাহদের বৈদেশিক মুদ্রার কোটায় সংগ্রহণ ് কার্যক্রমের অধীনে বিক্রয় করা হয় তবে তাহাও এই দফায় ব্যবহৃত - “বাংলাদেশ হইতে রপ্তানী”, “বিদেশে রপ্তানীকৃত মালামাল” ও o “রপ্তানী বিক্রয়” এর সংজ্ঞাভুক্ত হইবেঃ o
- -
আরও শর্ত থাকে যে, স্থানীয়ভাবে প্রস্তুতকৃত কাঁচামাল এবং অন্যান্য উপকরণাদি যদি অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণ পত্রের ভিত্তিতে রপ্তানীমুখী শিল্পসমূহে সরবরাহ করা হয়, তবে তাহাও এই দফায় ব্যবহৃত “বাংলাদেশ হইতে রপ্তানী”, “বিদেশে রপ্তানীকৃত মালামাল” ও “রপ্তানী বিক্রয়” এর সংজ্ঞাভুক্ত হইবে। o (খ) নিম্নলিখিত দ্রব্যাদি বা দ্রব্যাদির শ্রেণীসমূহের ক্ষেত্রে (ক) দফায় বর্ণিত বিধান প্রযোজ্য হইবে না, যথা:- o (১) চা; co 又ツ & (২) কাঁচা পাট; so (৩) পাটজাত দ্রব্যাদি. e --- (৪) কাচা চর্মাদি এবং ওয়েট ব্ল চামড়া; (৫) জাতীয় রাজস্ব বোর্ড সময় সময়ই প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকার অন্তর্ভুক্ত করতে পারে এইরুপ অনন্যপ্রবাদি। (গ) রপ্তানী বিক্রয় হইতে উদ্ভুত মুনাফা নিরূপণ ও উহার উপর = আরোপণযোগ্য কর নির্ধারণ এবং এই উপধারার বিধানসমূহ কার্যকর করার উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করিতে § পারিবে । (৫) ১৯৮৮ সালের ১লা জুলাই হইতে আরব্ধ কর বৎসরে বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এরূপ করদাতা ব্যতীত অন্য কোন করদাতার মোট আয়ের মধ্যে যদি যাত্রীবাহী বাস বা যাত্রীবাহী লঞ্চ হইতে লব্ধ মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে ঐ বাস বা লঞ্চের মুনাফার উপর আরোপণযাগ্য আয়করের ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ রেয়াতী হারে কর ধার্য করা হইবে।