e$ ২১১ নির্দিষ্টকরণ আইন, ১৯৮৮ ১৯৮৮ সনের ৩৮ নং আইন [ ১৪ জুলাই ১৯৮৮] 。 ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের èst জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব No প্রদানের জন্য প্রণীত আইন। SS যেহেতু ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি Goo o নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের & কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রযোজনীয়; s সেহতুে এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :- ് N o সংক্ষিপ্ত শিরোনামা ১। এই আইন নির্দিষ্টকরণ আইন, ১৯৮৮নামে অভিহিত হইবে। ২। নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৮ (శాలు ১৯৮৮-৮৯ অর্থ আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত দুই হাজার সাত শত তেতাল্লিশ বসুরের জন্য সংযুক্ত কোটি আটার লক্ষ চল্লিশ হাজার টাকার অতিরিক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত তহবিল হইতে কার্য ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ ভক্তি' ' বৎসর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় হইতে পারে তা বহনের জন্য ১৩৭১৫৯১৯৫,০০০ তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে তের হাজার টাকা উত্তোলন সাত শত পনর কোটি একানব্বই লক্ষ পচানব্বই হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে।-- \ർ ৩। এই আইন দ্বারা সন্মুক্ত তহবিল হইতে প্ৰদান ও প্রয়োগ করিবার জন্য নির্দিষ্টকরণ অনুমোদিত অর্থসমূহ ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসর সম্পর্কে তফসিলেবর্ণিত কার্য ও উদেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইবে। ് § S
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।