পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ ২১ (ঞ) অন্যান্য বিশ্ববিদ্যালয় বা বোর্ডের পরীক্ষা এই বিশ্ববিদ্যালয়ের অনুরূপ পরীক্ষার সমমানসম্পন্ন হিসাবে স্বীকৃতি দেওয়া; (ট) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ও গবেষণার ক্ষেত্রে নবতর উন্নয়নের প্রস্তাবের উপর সিণ্ডিকেটকে পরামর্শ দেওয়া; NQ(ঠ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ব্যবহার সংক্রান্ত বিধি প্রণয়ণ ও সংশোধন ് করা: * (ড) মহাবিদ্যালয় ও ইন্‌ষ্টিটিউটের অধিভুক্তি বা অধিভুক্তি বাতিলের জন্য CŞ সিণ্ডিকেটের নিকট সুপারিশ করা: o (ঢ) বিশ্ববিদ্যালয় গবেষণা উন্নয়নের সুপারিশ করা এবং ইহার নিকট প্রেরিত o শিক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দান করা: & \ - (ণ) নূতন স্কুল অব ষ্টাডিজ প্রতিষ্ঠা এবং কোন স্কুল, গবেষণা প্রতিষ্ঠান ও পেশ করা: o _S (ত) অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক বা অন্যান্য শিক্ষকের পদ সৃষ্টি বা সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাব বিবেচনা করা এবং অসম্পর্কেমিডিকেটর নিকট সুপরিকর। ২৮। (১) বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে নিম্নবর্নিত স্কুলসমূহ থাকিবে, স্কুল অব ষ্টাডিজ মিলি এক আনন্তে লক্ষ মত তিল যথা :– S (ক) স্কুল অব-ফিজিক্যাল সায়েন্সেস, (খ) স্কুল অব লাইফ সায়েলেস (of) স্থ একেলচার এ্যান্ড মিনারেল সায়েন্সেস; (ঘ) স্কুল অব-এপ্লাইড সায়েন্সেস এ্যাণ্ড টেকনোলজি: Qo) * অব-সোশ্যাল সায়েন্সেস; - § (চ) স্কুল অব-ম্যানেজমেন্ট এ্যাণ্ড বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন; so (ছ) আধুনিক ভাষা ইনষ্টিটিউট। ost (২) একাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণ সাপেক্ষে, প্রত্যেক স্কুল অব ষ্টাডিজ সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্দিষ্ট বিষয়ে অধ্যাপনা ও গবেষণা পরিচালনার দায়িত্বে থাকিবে।