আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন, ১৯৮৯ ২২৭ (ঙ) “ভোজ্য লবণ” অর্থ মানুষের খাবার লবণ; (চ) “লবণ কমিটি” অর্থ এই আইন অনুসারে গঠিত লবণ কমিটি। ৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একটি লবণ কমিটি থাকিবে। লবণ কমিটি (২) একজন চেয়ারম্যান এবং অনূ্যন পাঁচজন অন্যান্য সদস্য-সমন্বয়ে লবণ o কমিটি গঠিত হইবে। & &o (৩) লবণ কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্য সরকার কর্তৃক নিযুক্ত CŞ হইবেন এবং তাঁহাদের নিয়োগের শতাবলী সরকার কর্তৃক নিধারিত হইবে। o .Cാ ৪। (১) কোন ব্যক্তি আয়োডিন মিশ্রিত লবণ ব্যতীত অন্য কোন ভোজ্য ভোজু গুৰণ আমদানী লবণ বাংলাদেশে আমদানী করিতে পারিবেন না : * ३ङानि निभाजन - o তবে শর্ত থাকে যে, ভোজ্য লবণ উৎপাদনের জন্য অথবা রাসায়নিক কারখানায় ব্যবহারের জন্য কাঁচা লবণ আমদানীর ক্ষেত্রে এই উপ-ধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না। - No (২) কোন ব্যক্তি আয়োডিন মিশ্রিত ভোজ লবণ ব্যতীত অন্য কোন ভোজ্য লবণ উৎপাদন করিতে, গুদামজাত করিতে, বিতরণ করিতে বা প্রদর্শন করিতে পারিবেন না : o o তবে শর্ত থাকে যে, কোন খাদ্য বা পানীয় দ্রব্য তৈরী বা উৎপাদনের জন্য গুদামজাতকরণ, বিতরণ বা প্রদর্শন করার ক্ষেত্রে এই উপ-ধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না। o No ○ | এই আইনের উদেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন লবণ গবেষণাগার দ্বারা, যে কোন গবেষণাগার বা প্রতিষ্ঠানকে লবণ গবেষণাগার হিসাবে ঘোষণা করিতে পারবে। ০ N. ৬। (১) কোন ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধি মোতাবেক তৈরী ভোজ্য লবণু বিক্রয় প্যাকেট ব্যতীত জুন কোন প্রকারে কোন ভোজ লবণ বিক্রয় করিতে সংক্রান্ত বিধিনিষেধ গুদামজাত করিতে, বিতরণ করিতে বা প্রদর্শন করিতে পারিবেন না। UN-O so. (২) ভোজ্য লবণের প্রত্যেক প্যাকেটের উপরে নিম্নলিখিত বিষয়গুলি CŞ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকিবে, যথা: (ক) উৎপাদনকারীর নাম ও ঠিকানা; (খ) লবণের পরিমাণ এবং উহার উৎপাদন ও প্যাকেটস্থ করার তারিখ;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।