পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভোজ্য লবণ ২২৮ আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন, ১৯৮৯ (গ) প্যাকেটের নম্বর; (ঘ) সবোচ্চ খুচরা মূল্য; (ঙ) লবণে আয়োডিন মিশ্রিত হওয়া সম্পর্কে একটি ঘোষণা। (৩) কোন ব্যক্তি প্যাকেটে উল্লিখিত মূল্যের অধিক মূল্যে ভোজ্য লবণ ് বিক্রয় করিতে পারিবেন না। o No a (S) ཨ༣ ཨ་མ་ཤ ཨུ་ཨཻ། ཨོཾ་ཨཱ་ཨཱི་ཨཱ་༔ ཨ་། ཝ་(ཝ་ ལ་གྱི་རྩ་ ཨ་ཨཱ། ཨི་ཌི་ ব্যক্তি ভোজ্য লবণ উৎপাদন করিতে পারিবেন না । ○ -്ടം'. (২) ভোজ্য লবণ উৎপাদনে ইচ্ছুক প্রত্যেক ভোজ্য লবণ উৎপাদনকারী ব্যক্তি হিসাবে নিবদীকৃত হইতে হইবে। ২১ o - (৩) কোন ব্যক্তি বিধি দ্বারা নির্ধারিত পন্থায় ও ফিস প্রদান করিয়া লবণ চিকিতি পেলেণ্ড (8) এই আইন প্রবর্তন পূর্ব হইতে জেজ কে উৎপাদকী কেন ব্যক্তি এই আইন প্রবর্তনের তারিখ হইতে তিনশত পয়ষট্টি দিনের মধ্যে এই ধারার অধীন ভোজ্য লবণ উৎপাদনকারী হিসাবে নিবন্ধীকৃত হইতে পারবেন। o ৮। সরকারের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি যে কোন ভোজ্য লবণ তৈরীর কারখানা বা যে কোন ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, গুদাম বা স্থানে রক্ষিত ভোজ্য লবণ পরিদর্শন করিতে পারবেন এবং উহা পরীক্ষার জন্য যেকোন লক গবেষণাগারে পঠাইতে পারবেন। ৯। কোন ব্যক্তি এই আইনের কোন বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক তিন বৎসরের কারাদণ্ডে বা অনধিক পাঁচ হাজার টাকা জরিমানায় বা উভয় প্রকার ১০ । এই আইনের অধীন কোন বিধান লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোম্পানী হয়, তাহা হইলে উক্ত কোম্পানীর মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব বা অন্য কোন কর্মকর্তা বা এজেন্ট বিধানটি লঙ্ঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত লঙ্ঘন তাহার অজ্ঞাতসারে হইয়াছে অথবা উক্ত লঙ্ঘন রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন। ব্যাখ্যা- এই ধারায় (ক) “কোম্পানী” বলিতে কোন সংবিধিবদ্ধ সংস্থা, বাণিজ্য প্রতিষ্ঠান ও সমিতি বা সংগঠনকেও বুঝাইবে;