পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ ঋণ সালিসি আইন, ১৯৮৯ ২৩৭ ৮। ক্রেতা বোর্ডের নির্দেশানুসারে জমির দখল প্রত্যপণ না করিলে বা ভূমি প্রত্যপণের করিতে ব্যর্থ হইলে, জমির দখল পাওয়ার জন্য বিক্রেতা উক্ত জমি যে নির্দেশ কার্যকরকরণ উপজেলায় অবস্থিত সেই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নিকট দরখাস্ত করিতে পারিবেন এবং উক্ত সহকারী কমিশনার ক্রেতাকে নোটিশ ৯। কোন কৃষক ধারা ৬ বা ধারা ৭ এর অধীন তাহার নিকট প্রত্যপিত প্রত্যপিত ভূমি èst পারিবেন না : CŞ তবে শর্ত থাকে যে, ধারা ৬ বা ধারা ৭ এর অধীন পরিশোধ্য অর্থ তিনটির - অধিক বাকি কিস্তিতে পরিশোধের নির্দেশ থাকিলে তিন বৎসর অতিক্রান্ত .৯ হওয়ার পর পরিশোধ্য বাকী অর্থ একযোগে বা নির্ধারিত কিস্তি অনুসারে ২ পরিশোধিত হইলে প্রত্যপিত জমি হস্তান্তর করা যাইবে। so ১০। কোন ব্যক্তি খায়খালাসী বন্ধক ব্যতীত অন্য কোন উপায়ে মই কৃষি জমির দখল নিজের বা অন্য কাহারও অনুকলে উহা দায়বদ্ধ করিতে পারিবেন না। o ১১। (১) কোন মহাজনী ঋণ গ্রহীতা তৎকর্তৃক গৃহীত খণের পরিমাণ এবং মহাজনী ঋণ লাঘব উহার উপর প্রদেয় সুদের ন্যায়সংগত হার ও পরিমাণ, পরিশোধ্য ঋণ ও উহার উপর প্রদেয় সুদের পরিমাণ নির্ধারণ এবং উক্তরূপ নির্ধারিত ঋণ ও সুদ পজিতবাের্জেন্টিন হিনি। দা দি বা তি পদ্ধতিতে • ‘’ (২) উপ-ধারা (১) এর অ শুনানীর পর, বোর্ড- o ് (ক) গৃহীত খণের পরিমাণ নির্ধারণ করিবে; এবং (খ) টাকায় পরিশোধ খণের ক্ষেত্রে, অনধিক শতকর বার্ষিক বিশ টাকা হারে এবং শস্যে বা শস্যবীজে পরিশোধ্য ঋণের ক্ষেত্রে, আসল ঋণের z \\ অনধিক এক-পঞ্চমাংশ হারে সুদ নির্ধারণ করবে। o (৩) ঋণগ্রহীতার সম্পদ, আয় ও সার্বিক আর্থিক অবস্থা বিবেচনা করিয়া বোর্ড ঋণ ও সুদ পরিশোধের কিস্তি, যাহা দশটির অধিক হইবে না, নির্ধারণ কাজ শাকপালাকাল ইজনে নি। e$ (৪) উপ-ধারা (৩) এর অধীন কোন কিস্তি অনাদায়ী থাকিলে অনাদায়ী কিস্তির অর্থ সরকারী দাবী (public demand) বলিয়া গণ্য হইবে এবং তদনুসারে উহা আদায়যোগ্য হইবে।