こb বাংলাদেশ ঋণ সালিসি আইন, ১৯৮৯ দস্তখত বা টিপসহিযুক্ত অলিখিত ষ্ট্যাম্প কাগজ প্রত্যপণ ঋণ সালিসি বোর্ড গঠন ১২। (১) কোন মহাজনী ঋণগ্রহীতা ঋণের জামানত হিসাবে তাহার দস্তখত বা টিপসহিযুক্ত অলিখিত ষ্ট্যাম্প কাগজ ঋণদাতার নিকট জমা দিয়া বোর্ডের নিকট বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে দরখাস্ত করিতে পারিবেন এবং বোর্ড, দরখাস্তটি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শুনানীর পর দরখাস্তের যথার্থতা 。 প্রত্যপণ করিবার জন্য ঋণদাতাকে নির্দেশ প্রদান করিবে। No (২) মহাজনী ঋণদাতা উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত তারিখের মধ্যে উক্ত অলিখিত ষ্ট্যাম্প কাগজ প্রত্যপণ না করিলে বা করিতে ব্যর্থ হইলে, উক্ত ষ্ট্যাম্প কাগজ বাতিল বলিয়া গণ্য হইবে এবং উহা দ্বারা যে কোন সময়ে সম্পাদিত বা রেজিষ্ট্রিকৃত যে কোন দলিল আইনতঃ অসিদ্ধ বলিয়া গণ্য হইবে। এই আইনের উদেশ্য পূরণকল্পে সরকার, সরকার গেজেট (3) ו ס\x প্রজ্ঞাপন দ্বারা, প্রত্যেক বা যে কোন উপজেলায় একটি ঋণ সালিসি বোর্ড গঠন করিবে MC) | CŞ (২) প্রত্যেক বোর্ড একজন চেয় गो এবং অনূ্যন দুই এবং অনধিক চার সদস্য-সমন্বয়ে গঠিত হইবে। o (७) बाडी छाम्लन- ন ও সদস্যগণ সরকার কর্তৃক তিন বৎসরের জন্য o তবে শর্ত থাকে যে, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন সময় চেয়ারম্যান বা সকল বা যে কোন সদস্যকে অপসারণ করিতে পারবে। o (8) চেয়ারম্যান বোর্ডের অধিবেশনে সভাপতিত্ব করিবেন। eS (৫) বোর্ডের চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা o NSS o - পদে নিযুক্ত নূতন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার, বা সরকারের নিকট হইতে এতদুদ্দেশ্যে প্রাপ্ত ক্ষমতাবলে ডেপুটি কমিশনার কর্তৃক মনোনীত বোর্ডের কোন সদস্য চেয়ারম্যানরূপে কার্য করিবেন। (৬) চেয়ারম্যান এবং অপর একজন সদস্য-সমন্বয়ে বোর্ডের অধিবেশনের জন্য কোরাম গঠিত হইবে। (৭) বোর্ডের সকল সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হইবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।