চেয়ারম্যান ও সদস্যগণ জনসেবক গণ্য হইবেন - S8o বাংলাদেশ ঋণ সালিসি আইন, ১৯৮৯ (২) বোর্ডে কোন দরখাস্ত নিস্পত্তির জন্য প্রয়োজনীয় কোন দলিল বা কাগজপত্র কোন ব্যক্তির নিয়ন্ত্রণ বা হেফাজতে থাকিলে উহা বোর্ডের নিকট উপস্থাপনের জন্য বোর্ড উক্ত ব্যক্তিকে নির্দেশ দান করিতে পারিবে। ১৯। (১) বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে জেলার অতিরিক্ত কালেক্টরের নিকট NONবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আপীল দায়ের করা যাইবে এবং এই আপীলের ് উপর প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। o N (২) বোর্ডের সিদ্ধান্তের তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে আপীল দায়ের করিতে হইবে। ാ Co. আপীল নিম্পত্তি না হওয়া পর্যন্ত বোর্ডের N N৷৩ম। : হও “ང་འདྲ་ཁྱབ་ཨ་ཙ་ར་ ২০। (১) এই আইনের আওতায় বাের্ডের সকল কার্যক্রম সরকারের নিয়ন্ত্রণাধীন থাকিবে। o
- CN (২) সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কোন কর্মকর্তা বোর্ডের সম্পদ, দলিলপত্র, রেজুিই ও রেকর্ডপত্র পরিদর্শন করতে পরিবুেন এবং সরকার সময় সময় বোর্ডের নিকট হইতে যে কোন প্রকার তথ্য বা বিবরণী তলব করিতে
পারিবে । o ২১। বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ Penal Code (Act XLV of 1860) এর Section 21 (a GRTGFR5 (public servant) offersoft GT অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে জনসেবক বলিয়া গণ্য হইবেন। so S§ I ® SIÈCTET •iâ: C<TTêT<TTfAEI Penal Code (Act XLV of 1860) এর section 228 এর তাৎপর্যাধীন বিচার বিভাগীয় কার্যক্রম (judicial geding) বলিয়া গণ্য হইবে। শাস্তি * ২৩। (১) কোন ব্যক্তি (ক) এই আইনের কোন বিধান লংঘন করিলে, (খ) বোর্ডের কোন আদেশ অমান্য করিলে, (গ) বোর্ড বা আপীল কর্তৃপক্ষের নিকট ইচ্ছাকৃতভাবে কোন লিখিত বা মৌখিক মিথ্যা বিবৃতি দান বা ভুল তথ্য সরবরাহ করিলে, (ঘ) ইচ্ছাকৃতভাবে বোর্ড বা আপীল কর্তৃপক্ষের নিকট জাল দলিল উপস্থাপন করিলে, বা (ঙ) অন্য ব্যক্তির পরিচয় দিয়া কোন বক্তব্য পেশ বা সাক্ষ্য দান করিলে,