পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন সংজ্ঞা ২88 পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯ ১৯৮৯ সনের ১৬ নং আইন [২ মার্চ, ১৯৮৯] o Chittagong Hill Tracts Regulation, 1900 so took of জেলাসমূহে কতিপয় প্রচলিত আইনের প্রয়োগ ও উক্ত জেলাসমূহের জন্য কিছু বিশেষ বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। ് Coso Chittagong Hill Tracts Regulation, 1900 (Regulation I of 1900) রহিত করা এবং পার্বত্য জেলাসমূহে কতিপয় প্রচলিত আইন ৰেল দিলি কলক নীল । প্রয়োজনীয়; ് সেহেতু এতদার নিম্নরূপ আইন করা হইলঃ NN ১। (১) এই আইন পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯ নামে অভিহিত হইবে। സപ് (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে লতলি ললে। ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, \o, (ক) తత | র্বত জেলা” অর্থ রাংラー 命 র্বত জেলা, খাগড়াছড়ি র্বত so জেলা ও বান্দরবন পার্বত্য জেলা; O s (খ) “চীফ” অর্থ চাকমা চীফ, বোমং চীফ ও মং চীফঃ N No ് Regulation I of 1900 রহিতকরণ - \\ ് পার্বত্য জেলাসমূহে কতিপয় প্রচলিত আইন প্রয়োগ (গ) “হেডম্যান” অর্থ মৌজা হেডম্যান; (ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি। vo I đề vT#=ĩ eRTố.FRI >T2I TzI Chittagong HiII Tracts Regulation, 1900 (Regulation I of 1900), Togo èë Regulation বলিয়া উল্লিখিত, রহিত হইবে। ৪ । উক্ত Regulation রহিত হইবার অব্যবহিত পূর্বে যে সকল আইন পার্বত্য জেলাসমূহে প্রযোজ্য ছিল না সেই সকল আইন এই আইন প্রবর্তনের সাথে সাথে উক্ত জেলাসমূহে প্রযোজ্য হইবে।