শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ ২৩ (ঙ) সিণ্ডিকেটের মনোনীত একজন ব্যক্তি; (চ) সিনেটের মনোনীত একজন ব্যক্তি; (ছ) সরকারের মনোনীত একজন সরকারী কর্মকর্তা যিনি কমপক্ষে যুগ সচিবের পদমর্যাদাসম্পন্ন হইবেন; NQ(জ) চ্যান্সেলরের মনোনীত একজন অর্থ-বিশারদ। ് (২) হিসাব পরিচালক অর্থ-কমিটির সচিব হইবেন। No CS (৩) অর্থ-কমিটির কোন মনোনীত সদস্য দুই বৎসরের জন্য সদস্য পদে Q অধিষ্ঠিত থাকিবেন এবং মনোনীত উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত <o" N (৪) অর্থ-কমিটি- o (ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের তত্ত্বাবধান করিবে: ് (খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ, তহবিল, সম্পদ ও হিসাব-নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিণ্ডিকেটকে পরামর্শ দিবে; No (গ) সংবিধি দ্বারা নির্ধারিত অথবা ভাইস-চ্যান্সেলর, সিনেট বা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করবে।১ wo) | (১) দী দল সাল পলি ও উন্নয়ন কমিটি গঠিত পরিকল্পনা ও উন্নয়ন হইবে, যথা:- o কমিটি o (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; പ്പ് *[(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর;] (*) কোঙ্কত (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পালক্রমে মনােনীত স্কুলের দুইজন উন (ঙ) সিণ্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন সদস্য যিনি বিশ্ববিদ্যালয়ের (১) কর্মচারী নহেন - § (চ) বিশ্ববিদ্যালয়ের বাহির হইতে সরকার কর্তৃক মনোনীত একজন স্থপতি: o So (ছ) বিশ্ববিদ্যালয়ের বাহির হইতে সরকার কর্তৃক মনোনীত একজন অর্থ বিশারদ।
- দফা (খ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১২ নং আইন) এর ৭
ধারাবলে প্রতিস্থাপিত।