こ○ミ বিনিয়োগ বোর্ড আইন, ১৯৮৯ ১৯৮৯ সনের ১৭ নং আইন [২ মার্চ, ১৯৮৯] 。 বেসরকারী খাতে শিল্প বিনিয়োগে উৎসাহ দান এবং শিল্প স্থাপনে ২৫ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি o * প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন। Q যেহেতু বেসরকারী খাতে শিল্প বিনিয়োগে উৎসাহ দান এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদানের শ্যে একটি বোর্ড প্রতিষ্ঠাকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়: s সেহেতু এতদৃদ্বারা নিম্নরূপ ཨ་ཙོང་ཁ་ཤ་བཙོ་རིང་། ༽ © সংক্ষিপ্ত শিরোনামা ও ১। (১) এই আইন বিনিয়োগ বোর্ড আইন, ১৯৮৯ নামে অভিহিত হইবে। (২) ইহা ৮ই পৌষ, ১৩৯৫ মোতাবেক ২২শে ডিসেম্বর, ১৯৮৮ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে। o সংজ্ঞা ༤rfག་ཨ་ག་ཝ་ར་གྲྭ་གྲྭ མ་ཊིམ་གྱི་ཨrf་ལྟ་ཀ ཕཁོར་ག ཨཛི་ཨ་མ་མ་། o (ক) “অনুমোদন পত্র" অর্থ কোন শিল্প স্থাপনের ব্যাপারে ধারা ১১(৪) এর অধীন প্রদত্ত অনুমোদন পত্র; o o, (গ) “নির্বাহী পরিষদ” অর্থ ধারা ৮(১) এর অধীন গঠিত নির্বাহী পরিষদ, o (ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি . സ് ~ - N (ঙ) "বেসরকারী খাত” অর্থ সরকার কর্তৃক সরকারের জন্য সংরক্ষিত Q হিসাবে ঘোষিত নহে এমন শিল্প খাত; § ، 6 گیر 29كبيبي o (চ) “বোর্ড” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বোর্ডঃ So (ছ) “ব্যক্তি” বলিতে কোন ব্যক্তিসংঘ, কোম্পানী বা ব্যবসায় প্রতিষ্ঠানকেও O বুঝাইবে। আইনের প্রাধান্য ৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে বিপরীত যাহা কিছুই থাকুক না কেন, এই আইন ও তদধীন প্রণীত বিধির বিধানাবলী কার্যকর থাকিবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।