পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাছাই বোর্ড অন্যান্য কর্তপক্ষ শৃংখলা বোর্ড 之8 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ (২) পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সচিব থাকিবেন। (৩) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোন মনোনীত সদস্য দুই বৎসরের জন্য সদস্যপদে অধিষ্ঠিত থাকিবেন এবং মনােনীত উত্তরাধিকার কার্যভার গ্রহণ না ১ করা পর্যন্ত তিনি ঐ পদে বহাল থাকিবেন। Q, ് (৪) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি সিণ্ডিকেটের নিকট বিশ্ববিদ্যালয়ের একাডেমীয় ও ভৌত পরিকল্পনার প্রস্তাব করিবে এবং সংবিধি দ্বারা নির্ধারিত কিংবা ভাইস-চ্যান্সেলর, সিনেট বা সিণ্ডিকেট কর্তৃক প্রদত্ত अमान कविली সম্পাদন করিবে । ് ৩৪। (১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে সুপারিশ করার জন্য বাছাই বোর্ড থাকিবে। ... (২) বাছাই বোর্ডের গঠন এবং কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) বাছাই বোর্ডের সুপরিশের সহিত সিণ্ডিকেট একমত না হইলে विधानि एज़ड निक्षळाजमा छायास्त किeवनकविड इंडल ৩৫ ৷ সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হিসাবে ঘোষিত অন্যান্য কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। -`) ৩৬। (১) বিশ্ববিদ্যালয়ের একটি শৃংখলা বোর্ড থাকিবে। So (২) শৃংখলা বোর্ডের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধদেশবার নির্ধারিত হইবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ৩৭ দিনরশিক্ষক & o & (ক) বক্তৃতা, টিউটরিয়াল, আলোচনা, সেমিনার, হাতে-কলমে প্রদর্শন ও N কর্ম-শিবিরের মাধ্যমে ছাত্রদিগকে শিক্ষাদান করিবেন; (খ) গবেষণার পরিচালনা ও তত্ত্বাবধান করিবেন; (গ) ছাত্রদের সহিত ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, তাহাদিগকে পথ নির্দেশ দিবেন এবং তাহাদের কার্যক্রম তদারক করিবেন; (ঘ) বিশ্ববিদ্যালয়ের এবং উহার স্কুল ও অন্যান্য সহ-শিক্ষাক্রমিক সংস্থার পাঠ্যক্রম ও পাঠ্যসূচী প্রণয়নে, পরীক্ষা নির্ধারণে ও পরিচালনায়, পরীক্ষার উত্তরপত্র ও গবেষণামূলক প্রবন্ধের মূল্যায়নে এবং গ্রন্থাগার, পরীক্ষাগার ও অন্যান্য শিক্ষাক্রমিক ও সহ-শিক্ষাক্রমিক কার্যাবলীর সংগঠনে কর্তৃপক্ষসমূহকে সহায়তা করবেন;