ミ○や বিনিয়োগ বোর্ড আইন, ১৯৮৯ (৩) বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন উহার চেয়ারম্যান, বা তাহার অনুপস্থিতিতে, উহার ভাইস-চেয়ারম্যান, এবং তাহাদের উভয়ের অনুপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যগণ কর্তৃক তাহদের মধ্য হইতে মনোনীত কোন সদস্য। (৪) নির্বাহী পরিষদের সকল সভা নির্বাহী চেয়ারম্যানের নির্দেশে আহুত NONএবং তৎকর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে। ് (৫) নির্বাহী পরিষদের সভার সভাপতিত্ব করিবেন নির্বাহী চেয়ারম্যান এবং০তাহার অনুপস্থিতিতে, তৎকর্তৃক নির্দেশিত উহার কোন সদস্য। o নিবন্ধীকরণ ১০। (১) বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার আওতাধীন শিল্প, নিজস্ব পুজিতে স্থাপিত বস্ত্র শিল্প এবং শিল্পকে নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধিত হইতে হইবে। o o (২) কোন শিল্প এই ধারার অধীন নিবন্ধিত হইলে উহা এই আইনের অধীন বোর্ড কর্তৃক অনুমোদিত শিল্প বলিয়া গণ্য হইবে এবং বোর্ড কর্তৃক অনুমোদিত শিল্পের ক্ষেত্রে যে সকল সুযোগ-সুবিধার বিধান করা হইবে, উক্ত শিল্পের যাইবে। o শিল্প প্রকল্প অনুমোদন ১১। (১) বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইত্যাদি ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার আওতাধীন শিল্প ব্যতীত অন্য কোন বেসরকারী খাতে অনুমোদন চাহিয়া বোর্ডের নিকট তৎকর্তৃক নির্ধারিত পদ্ধতিতে এবং নির্ধারিত ফলদা করতে হবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার সময় সময় সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা, বোর্ডের সুপারিশক্রমে, যে কোন শিল্প বা শিল্প ওপ্রকল্পকে এই ধরার প্রয়ােগ হইতে অব্যহতি দান করতে পারবে। CN o (৩) উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত দরখাস্ত বিবেচনার সুবিধার্থে বোর্ড Q দরখাস্তকারীকে বোর্ডের মতে প্রয়োজনীয় যে কোন তথ্য সরবরাহের জন্য নির্দেশ so দান করিতে পরিবে এবং বাের্ড প্রস্তাবিত শিল্প প্রকল্পটি সম্পর্কিত যে কোন § বিষয়ে সংশ্লিষ্ট অন্য যে কোন কর্তৃপক্ষের পরামর্শ গ্রহণ করিতে পরিবে। o (৪) দরখাস্তটি বিবেচনান্তে প্রকল্পটি অনুমোদনযোগ্য বলিয়া বিবেচিত হইলে বোর্ড, উহার বিবেচনার যথাযথ শর্তাধীনে, প্রকল্পটি অনুমোদন করিবে এবং দরখাস্তকারীকে একটি অনুমোদনপত্র প্রদান করিবে, এবং উক্ত অনুমোদপত্রে প্রকল্পটি বাস্তবায়ন এবং উহাতে উৎপাদন শুরু করিবার সময়সীমা নির্ধারণ করিয়া দিবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।