পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ২৬৩ রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ১৯৮৯ সনের ১৯ নং আইন [৬ মার্চ, ১৯৮৯] রাংগামাটি পার্বত্য জেলা [* * *] পরিষদ স্থাপনকল্পে প্রণীত আইন। যেহেতু রাংগামাটি পার্বত্য জেলা বিভিন্ন অনগ্রসর উপজাতি অধ্যুষিত একটি বিশেষ এলাকা বিধায় উহার সর্বাংগীন উন্নয়নকল্পে উহার জন্য একটি পরিষদ স্থাপনের বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদৃদ্বারা নিম্নরূপ আইন করা হইল :১। (১) এই আইন রাংগামাটি পার্বত্য জেলা শ* * * পরিষদ আইন, ১৯৮৯ নামে অভিহিত হইবে। & (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করবে সেই তারিখে এই আইন বলবৎ হইবে। o ২। বিষয় ও প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে o (ক) “অ-উপজাতীয়” অর্থ যিনি উপজাতীয় নফুেখ O "(কক) “অ-উপজাতীয় স্থায়ী বাসিন্দা” অর্থ যিনি উপজাতীয় নহেন এবং যাহার পার্বত্য জেলায় বৈধ জায়গা-জমি আছে বা যিনি পার্বত্য জেলায় সুনির্দিষ্ট কিনা সাধরণত কৰা জ্ঞ। (খ) “উপজাতীয়” অর্থ রাংগামাটি পার্বত্য জেলায় স্থায়ীভাবে বসবাসরত চাকমা, মারমা, তনচৈংগা, ত্রিপুরা, লুসাই, পাংখু ও খেয়াং উপজাতির সদস্য; റ്റ് so (গ) “চেয়ারম্যান” অর্থ পরিষদের চেয়ারম্যান; (ঘ) “তফসিল” অর্থ এই আইনের তফসিল; “(ঘঘ) “নির্বাচন কমিশন” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন গঠিত সংজ্ঞা NON- C “স্থানীয় সরকার” শব্দগুলি রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের o ৯ নং আইন) এর ২ ধারাবলে বিলুপ্ত। So * “স্থানীয় সরকার” শব্দগুলি রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত। ৬ দফা (কক) রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৪ ধারাবলে সন্নিবেশিত।

  • দফা (ঘঘ) রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৩নং আইন) এর ২

ধারাবলে সন্নিবেশিত।