রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ২৬৫ ব্যাখ্যা- দফা (ঘ)-তে উল্লিখিত উপজাতীয় মহিলা সদস্যগণের ক্ষেত্রে জেলার বিভিন্ন উপজাতির জন্য কোটা থাকিবে না ।] (২) চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষ ভোটে এই আইন ও বিধি অনুযায়ী নির্বাচিত হইবেন। (৩) উপ-ধারা (১)(খ) তে উল্লিখিত] উপজাতীয় সদস্যগণের মধ্যে- èst (ক) দশ জন নির্বাচিত হইবেন চাকমা উপজাতি হইতে; o (খ) চার জন নির্বাচিত হইবেন মারমা উপজাতি হইতে; ് (গ) দুই জন নির্বাচিত হইবেন তনচৈংগা উপজাতি হইতে; (ঘ) এক জন নির্বাচিত হইবেন ত্রিপুরা উপজাতি হইতে; ve (ঙ) এক জন নির্বাচিত হইবেন লুসাই উপজাতি হইতে; (চ) এক জন নির্বাচিত হইবেন পাংখু উপজাতি হইতে; S (ছ) తాళూడా FBI శిక్ష్యా (8) চেয়ারমান উপজাতীললর মধ্য হইতে চিত হইবেন।
- [(৪ক) চেয়ারম্যান পদের জন্য যে কোন উপজাতীয় মহিলা, এবং উপধারা (৩) এ উল্লিখিত কোন উপজাতির জন্য নির্ধারিত সদস্য পদের জন্য যে কোন উপজাতীয় মহিলা এবং উপ-ধাৱা (১)(গ) তে উল্লিখিত অ-উপজাতীয় সদস্য পদের জন্য যে কোন অ-উপজাতীয় মহিলা, বিধির বিধান সাপেক্ষে, লিঙ্কায় লি!"
- (৫) কোন ব্যক্তি উপজাতীয় কি না এবং হইলে তিনি কোন উপজাতির সদস্য তাহা জেলার সার্কেল চিফ স্থির করিবেন এবং এতদসম্পর্কে “সার্কেল চিফের নিকট হইতে প্রাপ্ত সার্টিফিকেট ব্যতীত কোন ব্যক্তি উপজাতীয় হিসাবে চেয়ারম্যান বা কোন উপজাতীয় সদস্য পদের জন্য প্রার্থী হইতে পারিবেন না। Q NONS ( - (১)(খ) তে উলিখিত" শব্দগুলি, বন্ধনীগুলি, সংখ্যা, ও বর্ণ রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার s পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত। cSR * উপ-ধারা (৪ক) রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং CŞ আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত। “সার্কেল চিফ” শব্দগুলি “ডেপুটি কমিশনার" শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত। * “সার্কেল চিফের” শব্দগুলি “ডেপুটি কমিশনারের” শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।