পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চেয়ারম্যান ও সদস্যগণের সুযোগ চেয়ারম্যান ও সদস্যগণের পদত্যাগ So - o ২৬৮ রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ব্যাখ্যা - “পরিবারের সদস্য” বলিতে চেয়ারম্যান বা সংশ্লিষ্ট সদস্যের স্বামী বা স্ত্রী এবং তাহার সংগে বসবাসকারী এবং তাহার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাহার ছেলেমেয়ে, পিতা-মাতা ও ভাই-বোনকে বুঝাইবে। ৯। চেয়ারম্যান ও সদস্যগণের সুযোগ-সুবিধা প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। è o ১০। পরিষদের মেয়াদ হইবে উহার প্রথম অধিবেশনের তারিখ - শপাঁচ বৎসর] : o তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নির্বাচিত নূতন পরিষদ উহ্যক লিনাক পিলিকচার। ১১। (১) সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত अस्याओaबावमान এবং চেয়ারম্যানের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্ৰযোগে যে কোন সদস্য স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। &o Q (S) পদত্যাগ গৃহীত হইবার তারিখ হইতে পদত্যাগ কার্যকর হইবে এবং পদত্যাগকারীর পদ শূন্য হইবে। o o ১২। (১) চেয়ারম্যান বা কোন সদস্য তাহার স্বীয় পদ হইতে অপসারণয়ােগ হইবেন, যদি তিনি (ক) যুক্তিসংগত কারণ ব্যতিরেকে পরিষদের পর পর তিনটি সভায় (খ) তাহর দায়িত্ব পালন করতে অস্বীকার করেন অথবা শারীরিক বা ২২ মানসিক অসামর্থের কারণে তাহার দায়িত্ব পালনে অক্ষম হন; অথবা o ২ () অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের দেষে দোষী হন অথবা S পরিষদের কোন অর্থ বা সম্পত্তির কোন ক্ষতি সাধন বা উহ ് আত্মসতের জন্য দায়ী হন। ব্যাখ্যা।- এই উপ-ধারায় “অসদাচরণ” বলিতে ক্ষমতার অপব্যবহার, দুনীতি, স্বজনপ্রীতি ও ইচ্ছাকৃত কুশাসনও বুঝাইবে। (২) চেয়ারম্যান বা কোন সদস্যকে উপ-ধারা (১) এ বর্ণিত কোন কারণে তাহার পদ হইতে অপসারণ করা যাইবে না, যদি না বিধি অনুযায়ী তদুদ্দেশ্যে আহুত পরিষদের বিশেষ সভায় মোট সদস্য-সংখ্যার অনূ্যন তিন-চতুর্থাংশ ভোটে তাহার অপসারণের পক্ষে প্রস্তাব গৃহীত হয় এবং প্রস্তাবটি সরকার কর্তৃক • “পাচ বৎসর” শব্দগুলি “তিন বৎসর" শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত।