রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ২৬৯ তবে শর্ত থাকে যে, উক্তরূপ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে চেয়ারম্যান বা উক্ত দান করিতে হইবে। (৩) উপ-ধারা (২) অনুযায়ী সিদ্ধান্ত অনুমোদিত হইলে চেয়ারম্যান বা উক্ত সদস্য তাহার পদ হইতে অপসারিত হইয়া যাইবেন। (৪) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারা অনুযায়ী অপসারিত কোন ব্যক্তি পরিষদের অবশিষ্ট মেয়াদের জন্য কোন পদে নির্বাচিত হইবার যোগ্য হইবেন না। ১৩। (১) চেয়ারম্যান বা কোন সদস্যের পদ শূন্য হইবে, যদি তে জহর নাম সন্সের লক্টে একশিত হবার ভাল হতে ল’ দিনের মধ্যে তিনি ধারা ৭ এ নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করতে ব্যর্থ হন : o ACN তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে সরকার যথার্থ কারণে ইহা বর্ধিত করিতে পারিবে: ംര് (খ) তিনি ধারা ৫ বা ৬ এর অধীনে তাহার পদেখকর অয়ােগ হইয়া যন (গ) তিনি ধারা ১১ এর অধীনে তহরপ্তানে ... o. (ঘ) তিনি ধারা ১২ এর অধীনে তাহার পদ হইতে অপসারিত হন; So (8) দিয়াল ১ -o-, *, (২) চেয়ারম্যান বা কোন সদস্য তাহার নির্বাচনের পর ধারা ৫ বা ৬ এর অধীনে অযোগ্য হইয়া গিয়াছেন কি না সে সম্পর্কে কোন বিতর্ক দেখা দিলে, নিস্পত্তির জন্য প্রশ্নটি পরিষদের সচিব কর্তৃক রাংগামাটি পার্বত্য জেলা জজের নিকট প্রেরিত হইবে, এবং জেলা জজ যদি এই অভিমত ব্যক্ত করেন যে, উক্ত চেয়ারম্যান বা সদস্য অনুরূপ অযোগ্য হইয়া গিয়াছেন, তাহা হইলে তিনি স্বীয় পদে বহাল থাকিবেন না এবং জেলা জজের উক্ত অভিমত ব্যক্ত করার তারিখ হইতে চেয়ারম্যান বা সদস্যের পদটি শূন্য হইবে। (૭) চেয়ারম্যান বা কোন সদস্যের পদ শূন্য হইলে তাহা সরকারী গেজেটে ং প্রকাশক হইবে। ১৪। চেয়ারম্যানের পদ কোন কারণে শূন্য হইলে বা অনুপস্থিতি বা অসুস্থতাহেতু বা অন্য কোন কারণে চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, নূতন নির্বাচিত চেয়ারম্যান তাহার পদে যোগদান না করা পর্যন্ত বা
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।