ՏԳo রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত পরিষদের অন্যান্য সদস্য কর্তৃক নির্বাচিত কোন উপজাতীয় সদস্য চেয়ারম্যানরূপে কার্য করিবেন। আকস্মিক পদ শূন্যতা ১৫। পরিষদের মেয়াদ শেষ হইবার একশত আশি দিন পূর্বে চেয়ারম্যান বা ১২ কোন সদস্যের পদ শূন্য হইলে, করিতে হইবে, এবং যিনি উক্ত পদে নির্বাচিত হইবেন তিনি পরিষদের অবশিষ্ট ১ মেয়াদের জন্য উক্ত পদে বহাল থাকিবেন। Ö ം পরিষদের সাধারণ ১৬। (১) পরিষদের মেয়াদ শেষ হইবার তারিখের পূর্ববতী ষাট দিনের - মধ্যে পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে [: o তবে শর্ত থাকে যে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের মতে, যদি কোন বিশেষ কারণে এই উপ-ধারায় নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয় তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী (১৮২০] দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে।] R@ (২) পরিষদ বাতিল হইয়া গেলে বাতিল থাকার মেয়াদ শেষ হইবার আলিপুর্ণপদকুলি জানালিলি অনুষ্ঠত হবে। KN অন্তবর্তীকালীণ পরিষদ “১৬ক। (১) Tತಿ এর অধীন নির্ধারিত মেয়াদের মধ্যে পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হইলে উক্ত মেয়াদ সমাপ্তির তারিখে পরিষদ বাতিল হইয়া যাইবে এবং উপ-ধারা (২) এর অধীন গঠিত অন্তর্বর্তীকালীণ পরিষদের উপর পরিষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব ন্যস্ত হইবে। o o (২) একজন চেয়ারম্যান ও চারজন সদস্য সমন্বয়ে সরকার অন্তর্বর্তীকালীণ পরিষদ গঠন করিবে। ക്ക് (৩) ধারা ১৬ এর অধীন নির্বাচিত নূতন পরিষদ কার্যভার গ্রহণ না করা S. পর্যন্ত অন্তর্বর্তীকালীণ পরিষদ পরিষদের কার্য চালাইয়া যাইবে। സ് - * – • “পরিষদের অন্যান্য সদস্য কর্তৃক নির্বাচিত কোন উপজাতীয় সদস্য" শব্দগুলি “সরকার কর্তৃক উপজাতীয় সদস্যগণের § মধ্য হইতে মনোনীত কোন ব্যক্তি” শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) ് আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ১০ ধারাবলে প্রতিস্থাপিত। ১ে২ - কোলন () দাড়ির (।) পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি রাংগামটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৩১নং আইন) এর ২ ধারাবলে সংযোজিত।
- “১৮২০” সংখ্যাটি “১৬৪০” সংখ্যাটির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন,
১৯৯৭ (১৯৯৭ সনের ২ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।
- ১৬ক ধারা রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ২ নং আইন)
এর ৩ ধারাবলে সংযোজিত।