পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ՏԳՏ (৪) সরকার প্রয়োজনবোধে অন্তর্বর্তীকালীণ পরিষদ পুনর্গঠন করিতে পারিবে । (৫) এই ধারার অধীন গঠিত অন্তর্বর্তীকালীণ পরিষদের মেয়াদান্তে সাধারণ নির্বাচনের মাধ্যমে যে নূতন পরিষদ গঠিত হইবে উহার বা উহার পরবর্তী পরিষদের ক্ষেত্রে ধারা ১৬ এর শর্তাংশের কিছুই প্রযোজ্য হইবে না। (৬) এই আইনের অন্যান্য ধারায় যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার বিধানাবলী কার্যকর হইবে।] CŞ ಘೀ *[১৭। (১) পরিষদের নির্বাচনের জন্য কোন ব্যক্তি ভোটার তালিকাভূক্ত | " হইবার যোগ্য হইবেন, যদি তিনি- & (ক) বাংলাদেশের নাগরিক হন; o (খ) অনূ্যন আঠার বৎসর বয়স্ক হন; ് (*) কোন উপযুক্ত আদালত কর্তৃক মানসিকভাবে অসুস্থ ঘোষিত না হন; এবং šo (ঘ) ཐ་ཤལ་ཚེ༢༦༠༡ ཁྲུང་།༢༣.མི་ཕ་མ་ལ་ཐར་ “(২) নির্বাচন কমিশন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটার তালিকা প্রণয়ন করবে।] -2, ভোটাধিকার ১৮। কোন ব্যক্তির নাম, ধারা ১৭ এর অধীনে প্রণীত এবং আপাততঃ বলবৎ ভোটার তালিকায়] লিপিবদ্ধ থাকিলে তিনি পরিষদের যে কোন নির্বাচনে ভোট দিতে পারবেন। ~ দুই পদের জন্য একই ১৯। কোন ব্যক্তি একই সংগে চেয়ারম্যান এবং উপজাতীয় সদস্য পদের ཧྥུགགོ་རྦ་ཨ ཕྱག་ নির্বাচন প্রার্থী হইতে পারিবেন না। - o N. “ও ভোটার তালিকা" শব্দগুলি রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৩নং আইন) এর ৩ ধারাবলে সংযোজিত। - حمیر * ধারা ১৭ রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ধারাবলে প্রতিস্থাপিত। لادي ধারা ১৭, উপ-ধারা (১) হিসাবে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের -് ৩৩ নং আইন) এর ৩ ধারাবলে সংখ্যায়িত। 8 উপ-ধারা (২) রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৩নং আইন) এর ৩ ধারাবলে সংযোজিত ।

  • “ধারা ১৭ এর অধীনে প্রণীত এবং আপাততঃ বলবৎ ভোটার তালিকায়” শব্দগুলি ও সংখ্যা “ধারা ১৭তে উলিখিত ভোটার তালিকায় আপাততঃ” শব্দগুলি ও সংখ্যার পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৩নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।

S