পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭২ রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ নির্বাচন পরিচালনা ২০। (১) নির্বাচন কমিশন] এই আইন ও বিধি অনুযায়ী চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন অনুষ্ঠান ও পরিচালনা করিবে। (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচনের জন্য বিধি প্রণয়ন করিবে এবং অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত NQসকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা :- ് No _Q M(কক)] নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটানিং অফিসার, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ এবং তাহাদের ক্ষমতা ও দায়িত্ব; N

    • o
  • (ক) নির্বাচন এলাকা নির্ধারণ;]

(খ) প্রার্থী মনোনয়ন, སྨཨ་ཕ་ཨ༢༩ལྟར་ཨ་ཨ་ཨཞུཛུས་ལོཨ་ཨ་སྟག ཐ་མ་རྗེ་ - (গ) প্রার্থীগণ কর্তৃক প্রদেয় জামানত এবং উক্ত জামানত ফেরত প্রদান বা বাজেয়াপ্তকরণ; o (ঘ) প্রার্থী পদ প্রত্যাহার; šo (ঙ) প্রার্থীগণের এজেন্ট নিয়োগ: -O. (চ) প্রতিদ্বন্দ্বীতা এবং বিনা প্রতিদ্বন্দ্বীতার ক্ষেত্রে নির্বাচন পদ্ধতি GP (ছ) ভোট গ্রহণের তালিকা, সময় ও স্থান এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিষয়; (জ) ভোট দানের পদ্ধতি - گیر o (ঝ) ব্যালট পেপার এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাগজপত্রের হেফাজত ও S. বিলিবন্টন; o o (ঞ) যে অবস্থায় ভোট গ্রহণ স্থগিত করা যায় এবং পুনরায় ভোট গ্রহণ করা s on Q (ট) নির্বাচনী ব্যয়; so -།། “নির্বাচন কমিশন” শব্দগুলি “সংবিধান অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন, অতঃপর নির্বাচন কমিশন বলিয়া উলিখিত,” cSR শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের .િ ડનલ ના હડમાત્રિક કિં

  • দফা (ক) রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন)

এর ১২ ধারাবলে সন্নিবেশিত। বিদ্যমান দফা (ক) রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ১২ ধারাবলে দফা (কক) রূপে সংখ্যায়িত।