২৬ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কর্মের শর্তাবলী সংক্রান্ত সংবিধি সিনেটে পেশ করিতে হইবে বটে কিন্তু সিনেট কর্তৃক উহা অনুমোদনের প্রয়োজন হইবে না। (৫) সিনেট কর্তৃক অনুমোদিত বা অনুমোদিত বলিয়া গণ্য না হইলে সিন্ডিকেটের প্রস্তাবিত কোন সংবিধি বৈধ হইবে না। o o ( আল ফল নে ন ন লি কি বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষের মর্যাদা, ক্ষমতা ও গঠন ক্ষুন্নকারী কোন সংবিধি না দেওয়া পর্যন্ত, করিতে পারিবে না; এবং এইরূপ কোন মতামত লিখিতভাবে ফুক্ত হল এক উৎ প্রস্তুতি সরি খসড়া লিষ্ট পেশ করতে হইবে। o বিশ্ববিদ্যালয় ৪০। এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা অধ্যাদেশ দিন লৰালনিসম্পর্কে বললঃ (ক) বিশ্ববিদ্যালয় ও মহদিয়ে ভর্তি এবং তাদের তালিকাভুক্ত (খ) বিশ্ববিদ্যালয়ের খ্রিীস্টফিকেট ও ডিপ্লোমারপঠ্যক্রম (*) বিশ্ববিদ্যালয়ের ডিগ্ৰী, সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সে ভর্তি এবং উহার বিভিন্ন পরীক্ষায় অংশ গ্রহণ এবং উহার ডিগ্রী, সার্টিফিকেট ও ডিপ্লোমা পাওয়ার যোগ্যতার শর্তাবলী (ঘ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বসবাসের শর্তাবলী; പ്പ് (ঙ) বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়ের পাঠ্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ു് ডিগ্রী, সার্টিফিকেট ও ডিপ্লোমায় ভর্তির জন্য আদায়যোগ্য ফিস; ... O (চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থায়ী কমিটির গঠন ও উহাদের ক্ষমতা ও o দায়িত্ব; 、ベー so (ছ) পরীক্ষা পরিচালনা; এবং Q (জ) এই আইন বা সংবিধির অধীনে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত § হইবে অথবা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়। -N o ৪১। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সিণ্ডিকেট কর্তৃক প্রণীত হইবে: es' তবে শর্ত তাকে যে, নিম্নবর্ণিত বিষয়ে একাডেমিক কাউন্সিলের সুপারিশ ব্যতীত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ প্রণয়ন করা যাইবে না, যথা: (ক) শিক্ষা ডিসিপ্লিন প্রতিষ্ঠা;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।