ఎఫిO রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (ভ) ট্রাফিক নিয়ন্ত্রণ, (ম) মেলা, প্রদর্শনী, প্রতিযোগিতামূলক খেলাধূলা ও জনসমাবেশ অনুষ্ঠানও নিয়ন্ত্রণ, (য) বাধ্যতামূলক শিক্ষাদান কর্মসূচী বাস্তবায়ন, o (র) ভিক্ষাবৃত্তি কিশোর অপরাধ, পতিতাবৃত্তি ও অন্যান্য সমাজিক অনাচার ২৫ প্রতিরোধ, No (ল) কোন কোন ক্ষেত্রে লাইসেন্স প্রয়োজন হইবে এবং কি কি শর্তে উহ প্রদান করা হইবে তাহা নির্ধারণ, --~~ (শ) এই আইনের অধীন প্রবিধান দ্বারা নিয়ন্ত্ৰণ করিতে" o বা করা যাইবে এইরূপ যে কোন বিষয়। so (৩) পরিষদের বিবেচনায় যে প্রকারে প্রকাশ করলে কোন প্রবিধান সম্পর্কে প্রকাশ করিতে হইবে। &o © ৭০। [ক্ষমতা অর্পণ- রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৩৪ ধারাবলে বিলুপ্ত ] ...o পরিষদের পক্ষে ও ৭১। (১) পরিষদের বিরুদ্ধে বা পরিষদ সংক্রান্ত কোন কাজের জন্য উহার বিপক্ষে মামলা কোন সদস্য বা কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন মামলা দায়ের করিতে হইলে মামলা দায়ের করিতে ইচ্ছুক ব্যক্তিকে মামলার কারণ এবং বাদীর নাম ও ঠিকনা উল্লেখ করিয়া একটি নােটিশ o ২(ক) পুরুষদের ক্ষেত্রে পরিষদের কার্যালয়ে প্রদান করতে হইবে বা ত পৌছাইয়া দিতে হইবে: ১ (খ) ব্যুন ক্ষেত্রে সংশ্লিষ্ট সদস্য, কর্মকর্ড বা চার কি SS ব্যক্তিগতভাবে তাহার অফিস বা বাসস্থানে প্রদান করতে হইবে বা - পৌছাইয়া দিতে হইবে। o (২) উক্ত নোটিশ প্রদান বা পৌছানোর পর ত্রিশ দিন অতিবাহিত না হওয়া o পর্যন্ত কোন মামলা দায়ের করা যাইবে না, এবং মামলার আরজীতে উক্ত নোটিশ Q প্রদান করা বা পৌছানো হইয়াছে কিনা তাহার উল্লেখ থাকিতে হইবে। নোটিশ এবং উহা ৭২। (১) এই আইন, বিধি বা প্রবিধান পালনের জন্য কোন কাজ করা বা জারীকরণ না করা হইতে বিরত থাকা যদি কোন ব্যক্তির কর্তব্য হয় তাহা হইলে কোন সময়ের মধ্যে ইহা করিতে হইবে বা ইহা করা হইতে বিরত থাকিতে হইবে তাহা উল্লেখ করিয়া তাহার উপর একটি নোটিশ জারী করিতে হইবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।