২৯8 রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (খ) সাধারণ পাঠাগার স্থাপন ও রক্ষণাবেক্ষণ; (গ) ছাত্রবৃত্তির ব্যবস্থা; (ঘ) ছাত্রাবাস স্থাপন ও রক্ষণাবেক্ষণ; (ঙ) প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ; NON(চ) শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক মঞ্জুরী প্রদান; ് (ছ) বয়স্ক শিক্ষার ব্যবস্থা; o (জ) শিশু ছাত্রদের জন্য দুগ্ধ সরবরাহ ও খাদ্যের ব্যবস্থা; ് (ঝ) গরীব ও দুল ললি বা " জ্ঞ
- &
- (ট) বৃত্তিমূলক শিক্ষা; o (ঠ) মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষাঃ *
No. (ড) মাধ্যমিক শিক্ষা।] ് ৪। স্বাস্থ্য- & (ক) হাসপাতাল, ভক্তিরখানা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও ডিসপেনসারী স্থাপন ও রক্ষণাবেক্ষণ; (খ) ভ্ৰাম্যমান চিকিৎসক দল গঠন, চিকিৎসা সাহায্য প্রদানের জন্য সমিতি গুল উৎসাহ দান; குறி ধাত্রী প্রশিক্ষণ; C (ঘ) ম্যালেরিয়া ও সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ; SA o o (ঙ) পরিবার পরিকল্পনা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন: o (চ) স্বাস্থ্য কেন্দ্র স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন; o (ছ) কম্পাউন্ডার, নার্স এবং অন্যান্য চিকিৎসা কর্মীর কার্য পরিদর্শন; & (জ) প্রাথমিক স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা গ্রহণ। so ৫। জনস্বাস্থ্য উন্নয়ন এবং তৎসম্পর্কিত কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন; জনস্বাস্থ্য Q বিষয়ক শিক্ষার প্রস্তাব ।
- সেমিকোলন (:) দাড়ির (।) পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর (ট), (ঠ) ও (ড) এন্ট্রিসমূহ রাংগামাটি পার্বত্য জেলা
স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৩৬ ধারাবলে সংযোজিত।