পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ২৯৭ (*) (*) (ঘ) (8) (চ) জনসাধারণের জন্য ক্রীড়া ও খেলাধূলার উন্নয়ন: জনসাধারণের ব্যবহার্য স্থানে রেডিওর ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ: যাদুঘর ও আর্ট গ্যালারী স্থাপন ও প্রদর্শনীর সংগঠন; পাবলিক হল ও কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং জনসভার জন্য স্থানের NONব্যবস্থা; o নাগরিক শিক্ষার প্রসার, এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও পুনর্গঠন, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন, কৃষি, শিক্ষা, গবাদি পশু প্রজনন সম্পর্কিত এবং CŞ (ছ) জাতীয় দিবস ও উপজাতীয় উৎসবাদি উদ্‌যাপন; o (জ) বিশিষ্ট অতিথিগণের অভ্যর্থনা; * (ঝ) শরীরচর্চার উন্নয়ন, খেলাধূলায় উৎসাহ দান এবং সমাবেশ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া ও খেলাধুলার ব্যবস্থ করা হত । (ঞ) স্থানীয় এলাকায় ঐতিহাসিক এবং আদি বৈশিষ্ট্যসমূহ সংরক্ষণ; (ট) তথ্যকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ; so (ঠ) সংস্কৃতি উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা। - ১৩। সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত নহে এই প্রকার জনপথ,কালভার্ট ও ব্রজের নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন। ノ。ベ ১৪ । সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণে নহে এমন খেয়াঘাট পনা ও নিয় o বাবস্থাপনা ও নাল। । ᎼQ ! জনসাধারণের ব্যবহার্য উদান খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের ব্যবস্থা ও উদ্যানের রক্ষণাবেক্ষণ। >Wりl সরাইখানা, ডাকবাংলো এবং বিশ্রামাগার স্থাপন ও রক্ষণাবেক্ষণ। S q | সরকার কর্তৃক পরিষদের উপর অর্পিত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন। ১৮। (যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন। ১৯। পানি নিষ্কাশন ও পানি সরবরাহ ব্যবস্থা, রাস্ত পাকাকরণ ও অন্যান্য ஆலி ২০। স্থানীয় এলাকার উন্নয়নকল্পে নক্সা প্রণয়ন । ২১। স্থানীয় এলাকা ও উহার অধিবাসীদের ধর্মীয়, নৈতিক ও আর্থিক উন্নতি সাধনের জন্য ব্যবস্থা গ্রহণ।