খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ VDSS (ঝ) তাহার নিকট সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা বা কৃষি ব্যাংক হইতে গৃহীত কোন ঋণ মেয়াদোত্তীর্ণ অবস্থায় অনাদায়ী থাকে। ৭। চেয়ারম্যান বা কোন সদস্য পদে নির্বাচিত ব্যক্তি তাহার কার্যভার চেয়ারম্যান ও গ্রহণের পূর্বে নিম্নলিখিত ফরমে রাষ্ট্রপতি কর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত সদস্যগন শপথ o হাইকোর্ট বিভাগের কোন বিচারকের সম্মুখে শপথ গ্রহন বা ঘোষনা করিবেন èst এবং শপথপত্র বা ঘোষনাপত্রে স্বাক্ষর দান করিবেন যথাঃ- * Q " .................................................................. , পিতা বা ് "........................................, খাগড়াছড়ি পর্বত্য জেলা পরিষদের . চেয়ারম্যান বা সদস্য নিবাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা o করিতেছি যে, আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য ২ পালন করিব এবং আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও অনুগত্য পোষণ । করিব o | &o o ৮। চেয়ারম্যান ও প্রত্যেক সদস্য তাহার কার্যভার গ্রহনের পূর্বে তাহার সম্পত্তি সম্পর্কিত এবং তাহার পরিবারের কোন সদস্যের স্বত্ব, দখল বা স্বর্থ আছে এই প্রকার "" যাবতীয় স্বাবর ও অস্থাবর সম্পত্তির একটি লিখিত বিবরণ বিধি অনুসারে দাখিল করিবেন। o ব্যাখ্যা - পরিবারের সদস্য বলিতে চেয়ারম্যান বা সংশ্লিষ্ট সদস্যের স্বামী বা স্ত্রী এবং তাহার সংগে বসবাসকারী এবং তাহার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাহার ছেলেমেয়ে পিতামাতা ও ভাইবোনকে বুঝাইবে। ৯। চেয়ারম্যান ও সদস্যগণের সুযোগ-সুবিধা প্রবিধান দ্বারা নির্ধারিত চেয়ারম্যান ও হইবে। O- সদস্যগণের সুযোগ &Y সুবিধা Σο ! পরিষদের মেয়াদ হইবে উহার প্রথম অধিবেশনের তারিখ হইতে পরিষদের মেয়াদ “পাঁচ বৎসর]; So "S o • “রাষ্ট্রপতি কর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত হাইকোর্ট বিভাগের কোন বিচারকের” শব্দগুলি “সরকার কর্তৃক নির্ধারিত কোন -ব্যক্তির” শব্দগুলির পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ o সনের ১০ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত। CŞ So (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত।
- “বিধি অনুসারে" শব্দগুলি “সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে চট্টগ্রাম বিভাগের কমিশনারের নিকট” শব্দগুলির পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত। * “পাচ বৎসর” শব্দগুলি “তিন বৎসর” শব্দগুলির পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ
(সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০নং আইন) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত।