পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vర్ఫి8 খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ পরিষদের সাধারন ১৬। (১) পরিষদের মেয়াদ শেষ হইবার তারিখের পূর্ববর্তী ষাট দিনের নিবাচনের সময় মধ্যে পরিষদের সাধারন নিবাচন অনুষ্ঠিত হইবে শঃ তবে শর্ত থাকে যে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের মতে, যদি কোন বিশেষ কারণে এই উপ-ধারায় নির্ধারিত ১২ মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত লুয়াল - শেষ দিনের পরবর্তী ১৮২০] দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে।] o (২) পরিষদ বাতিল হইয়া গেলে বাতিল থাকার মেয়াদ শেষ হইবার তারিখের পূর্বে পরিষদ পুনর্গঠনের জনসাধারন নবাচন অনুষ্ঠিত হবে। & অন্তবর্তীকালীণ পরিষদ M১৬ক। (১) ধারা ১৬ এর অধীন নির্ধারিত মেয়াদের মধ্যে পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হইলে উক্ত মেয়াদ সমাপ্তির তারিখে পরিষদ বাতিল হইয়া যাইবে এবং উপ-ধারা (২) এর অধীন গঠিত অস্তবতীকালীণ পরিষদের উপর পরিষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব ন্যস্ত হইবে। (S) একজন চেয়ারম্যান ও চারজন সদস্য সমন্বয়ে সরকার অন্তবর্তীকালীণ পরিষদ গঠন করিবে। കര് (৩) ধারা ১৬ এর অধীন নির্বাচিত নতুন পরিষদ কাৰ্যভার গ্রহণ না করা (৪) সরকার প্রয়ােজনবােধে অন্তবর্তীকালীণ পরিষদ পুনর্গঠন করতে পারিবে । So >", (৫) এই ধারার অধীন গঠিত অন্তবতীকালীণ পরিষদের মেয়াদান্তে সাধারণ নির্বাচনের মাধ্যমে যে নতুন পরিষদ গঠিত হইবে উহার বা উহার পরবর্তী ༧ི་ལཨ་ཝ་ཤ་ཆ་ཤཤ༠༤ এর শর্তাংশের কিছুই প্রযোজ্য হইবে না। o (৬) এই আইনের অন্যান্য ধারায় যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার Q বিধানাবলী কার্যকর হইবে।] o o cSR * কোলন (:) দাড়ির (।) পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার Q পরিষদ (সংশোধন) আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৩১নং আইন) এর ২ ধারাবলে সংযোজিত।

  • “১৮২০” সংখ্যাটি “১৬৪০” সংখ্যাটির পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন,

১৯৯৭ (১৯৯৭ সনের ২নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত। ধারা ১৬ক খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ৩ নং আইন) এর ৩ ধারাবলে সন্নিবেশিত।