পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ vర్ఫి(

  • [১৭। (১) পরিষদের নির্বাচনের জন্য কোন ব্যক্তি ভোটার তালিকাভূক্ত ভোটীর হওয়ার হইবার যোগ্য হইবেন, যদি তিনি- ಗೇ ಗೌಣ

(ক) বাংলাদেশের নাগরিক হন; (খ) অনূ্যন আঠার বৎসর বয়স্ক হন; o (গ) কোন উপযুক্ত আদালত কর্তৃক মানসিকভাবে অসুস্থ ঘোষিত না হন; èst এবং so (ঘ) খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হন।] ് (২) নির্বাচন কমিশন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটার তালিকা ও প্রণয়ন করিবে।]] ് ১৮। কোন ব্যক্তির নাম, “াধারা ১৭ এর অধীনে প্রণীত এবং আপাততঃ ভোটাধিকার বলবৎ ভোটার তালিকায় লিপিবদ্ধ থাকিলে তিনি পরিষদের যে কোন নিবাচনে প্রার্থী হইতে পারিবেন না। ് ১৯। কোন ব্যক্তি একই সংগে চেয়ারম্যান এবং উপজাতীয় সদস্য পদের দুই পদের জন্য একই জন্য নিবাচনে প্রার্থী হইতে পারিবেন না। o সংগে প্রার্থী হওয়া & নিষিদ্ধ ২০। (১) নির্বাচন কমিশন এই আইন ও বিধি অনুযায়ী চেয়ারম্যান ও নিবাচন পরিচালন (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচনের জন্য বিধি প্রণয়ন করিবে এবং অনুরুপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে যথাঃ o

  • ধারা ১৭ খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০নং আইন)

ιεjςΤΣ Σ ধরলে প্রতিস্থাপিত।

  • বিদ্যমান বিধান উপ-ধারা (১) রূপে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০

সনের ৩৪ নং আইন) এর ৩ ধারাবলে সংখ্যায়িত। ෆ “es; তালিকা" শব্দগুলি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের - ৩৪ নং আইন) এর ৩ ধারাবলে সংযোজিত।

  • - উপ-ধারা (২) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৪ নং আইন) এর

§ o ধারাবলে সংযোজিত। ost * “ধারা ১৭ এর অধীনে প্রণীত এবং আপাততঃ বলবৎ ভোটার তালিকায়” শব্দগুলি ও সংখ্যাটি “ধারা ১৭তে উলিখিত ভোটার তালিকায় আপাততঃ” শব্দগুলি ও সংখ্যাটির পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৪ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত। “নির্বাচন কমিশন” শব্দগুলি “সংবিধান অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন, অতঃপর নির্বাচন কমিশন বলিয়া উলিখিত,” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ৩৪ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত।