vర్ఫిU খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (ক) নির্বাচন এলাকা নির্ধারণ;]
- (কক)] নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটানিং অফিসার, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ এবং তাহাদের ক্ষমতা ও দায়িত্ব;
- (খ) প্রার্থী মনোয়ন, মনোয়নের ক্ষেত্রে আপত্তি এবং মনোয়ন বাছাই; ് o o صيمر (*) প্রার্থী কর্তৃক প্রয়ে মনত এক উক্ত জমনত ফেরত ধ্ৰুব বাজেয়াপ্তকরণ; ് (ঘ) প্রার্থী পদ প্রত্যাহার: প্রার্থীগনের এজেন্ট নিয়োগ o (8) র এ * I 2 s (চ) প্রতিদ্বন্দিতা ཕ༢༥༦ལ་ཕ༦༢ལ་༧༩ང་ཞུ་ཕུལ་བ། পদ্ধতি; (ছ) ভোট গ্রহনের তালিকা, সময় ও স্থান এবং নিবাচন পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিষয়; o N (জ) ভোট দানের পদ্ধতি; ംര് (ঝ) ব্যালট পেপার এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাগজপত্রের হেফাজত ও N বিলবন্টন ১ (ঞ) যে অবস্থায় ভোট গ্রহন স্থগিত করা যায় এবং পুনরায় ভোট গ্রহন করা যায়ঃ (ট) নিবাচনী ব্যয়; ২৫ দল ক্ষে বা সং অলপ ও নান নির্বাচনী - O অপরাধ এবং উহার দণ্ড; o (ড) নিবাচনী বিরোধ এবং উহার বিচার ও নিস্পত্তি; এবং o (ঢ) নির্বাচন সম্পর্কিত আনুষাংগিক অন্যান্য বিষয়। o (৩) উপ-ধারা (২)(ঠ) এর অধীন প্রনীত বিধিতে কারাদণ্ড, অর্থদণ্ড বা o উভয়বিধ দণ্ডের বিধান করা যাইবে, তবে কারাদণ্ডের মেয়াদ দুই বৎসরের অধিক § এবং অর্থদণ্ডের পরিমান পাচ হাজার টাকার অধিক হইবে না। দফা (ক) খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০নং আইন) এর ১২ ধারাবলে সন্নিবেশিত।
- বিদ্যমান দফা (ক) খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং
আইন) এর ১২ ধারাবলে দফা (কক) রূপে সংখ্যায়িত।