ᏬᎩbᏑ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (৪) পরিষদের প্রত্যেক সভার কার্যবিবরনীর একটি করিয়া অনুলিপি সভা অনুষ্ঠিত হইবার তারিখের চৌদ্দ দিনের মধ্যে সরকারের নিকট প্রেরন করিতে হইবে। পরিষদের সভায় মং *[২৬। মং চীফ এবং চাকমা চীফ ইচ্ছা করিলে বা আমন্ত্রিত হইলে - క్గా পরিষদের যে কোন সভায় যোগদান করিতে পারিবেন এবং পরিষদের কোন o আলোচ্য বিষয়ে তাহার মতামত ব্যক্ত করিতে পারিবেন।] o - কমিটি ২৭। পরিষদ উহার কাজের সহায়তার জন্য প্রয়োজনবোধে কমিটি নিয়োগ করিতে পারিবে এবং উক্তরূপ কমিটির সদস্য সংখ্যা ও ইহার দায়িত্ব এবং কার্যধারা নির্ধারন করিতে পারিবে। ് - চুক্তি ২৮। (১) পরিষদ কর্তৃক বা উহার পক্ষে সম্পাদিত সকলুক্তি (ক) লিখিত হইতে হইবে এবং পরিষদের নামে সম্পাদিত হইয়াছে বলিয়া প্রকাশিত হইতে হইবে: so _QN (খ) প্রবিধান অনুসারে সম্পাদিত হইতে হইবে। (S) কোন চুক্তি সম্পাদনের জাতি পরে অনুষ্ঠিত পরিষদের সভায় চেয়ারম্যান চুক্তিটি সম্পর্কে উহাকে অবহিত করবেন। ് (৩) পরিষদ প্রস্তাবের মাধ্যমে বিভিন্ন ধরণের চুক্তি সম্পাদনের জন্য পদ্ধতি अनुशीकाजस्तु' (৪) এই ধারার খেলাপ সম্পাদিত কোন চুক্তির দায়িত্ব পরিষদের উপর বৰ্তাইবে না |-o o ^ Oনিমান কাজ ২৯। পরিষদ প্রবিধান বাবা SA (ক) পরিষদ কর্তৃক সম্পাদিতব্য সকল নিমান কাজের পরিকল্পনা এবং - আনুমানিক ব্যয়ের হিসাব প্রণয়ন করার বিধান করিবে: QN o (খ) উক্ত পরিকল্পনা ও ব্যয় কোন কর্তৃপক্ষ কর্তৃক এবং কি শর্তে Q প্রযুক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে অনুমোদিত হইবে উহার বিধান § করিবে: oS N (গ) উক্ত পরিকল্পনা ও ব্যয়ের হিসাব কাহার দ্বারা প্রণয়ন করা হইবে এবং ് శా శాఖా శా శాశి r - | ধারা ২৬ খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ১৩ ধারাবলে প্রতিস্থাপিত।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।