vరివo খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ভবিষৎ তহবিল ৩৩। (১) পরিষদ উহার কর্মকর্তা ও কর্মচারীগনের জন্য ভবিষৎ তহবিল ইত্যাদি গঠন করিতে পারিবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত হারে উক্ত তহবিলে চাদা প্রদান করিবার জন্য উহার কর্মকর্তা ও কর্মচারীগনকে নির্দেশ দিতে পারিবে: (২) পরিষদ ভবিষৎ তহবিলে চাঁদা প্রদান করিতে পারিবে। o -o (৩) পরিষদের কোন কর্মকর্তা বা কর্মচারী তাহার উপর অর্পিত দায়িত্ব ১ পালন করার কারণে অসুস্থ হইয়া বা আঘাতপ্রাপ্ত হইয়া মৃত্যুবরন করিলে পরিষদ, সরকারের পুর্বানুমোদনক্রমে, উক্ত কর্মকর্তা বা কর্মচারীর পরিবারবর্গকে প্রবিধান অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান করিতে পরিবে। ് (৪) পরিষদ উহার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রবিধান অনুযায়ী সামাজিক বীমা প্রকল্প চালু, করিতে পারিবে এবং উহাতে তাহাদিগকে চাদা প্রদানের নির্দেশ দিতে পারিবে । o - (৫) পরিষদ উহার কর্মচারীদের জন্য প্রবিধান অনুযায়ী বদান্য তহবিল গঠন করিতে পরিবে এবং উহা হইতে উপ-ধার (৩)এ উল্লিখিত গ্র্যাচুইট এবং প্রবিধান অনুযায়ী অন্যান্য সাহায্য প্রদান করিতে পারবে। o (৬) উপ-ধারা (৫) এর অধীন গঠিত তহবিলে পরিষদ চাদা প্রদান করিতে পারিবে । -0 চাকুরী প্রবিধান ৩৪। পরিষদ প্রবিধান দ্বারা (ক) পরিষদ কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরীর শর্তাদি নির্ধারন -- করিতে পরিবেঃ Qso (খ) পরিষদ কর্তৃক নিয়োগ করা যাইবে এইরূপ সকল পদে নিয়োগের জন্য <o যোগ্যতা এবং নীতিমালা নির্ধারন করিতে পারিবে: o (গ) পরিষদ কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শৃংখলামূলক Q ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তের পদ্ধতি নির্ধারন করিতে পারিবে এবং § তাহাদের বিরুদ্ধে শাস্তির বিধান ও শাস্তির বিরুদ্ধে আপলের বিধান করিতে পারিবে: sò (ঘ) পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য Q প্রয়োজনীয় বিধান করিতে পারিবে । “প্রবিধান অনুযায়ী” শব্দগুলি খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১০ নং আইন) এর ১৬ ধারাবলে সন্নিবেশিত।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।